নড়াইল পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানের পঞ্চগড় থেকে অপহৃত ব্যক্তি উদ্ধার!। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday 1 April 2019

নড়াইল পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানের পঞ্চগড় থেকে অপহৃত ব্যক্তি উদ্ধার!। একুশে মিডিয়া


উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:>>>
নড়াইলে পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানের পঞ্চগড় থেকে অপহৃত ব্যক্তি উদ্ধার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার), নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস হোসেন (পিপিএম) কে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিলে নড়াইল সদর থানাধীন ধোন্দা গ্রামস্থ মৃতঃ দলিল উদ্দিন শেখের ছেলে মোঃ আকমল শেখ (৫০) কে গতর্কাল তারিখে অজ্ঞাত ব্যক্তি ফুসলাইয়া কৌশলে মোবাইল ফোনে ডেকে নিয়ে অপহরণ করে এবং মুক্তিপন হিসেবে ১০ লক্ষ টাকা দাবি করে।
পরবর্তীতে ভিকটিমের পরিবার সদর থানার অফিসার ইনচার্জ বরাবর অভিযোগ করলে তাৎক্ষনিকভাবে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) মহোদয় মোবাইল ট্রাকিং এর মাধ্যমে অপহরণকারীর অবস্থান সনাক্ত করে একটি বিশেষ অপারেশন টিম পঞ্চগড় জেলার পাঠান।
অতপর পঞ্চগড় জেলা পুলিশের ঐকান্তিক সহযোগিতায় গতর্কাল ভিকটিম মোঃ আকমল শেখ (৫০)কে পঞ্চগড় জেলার বোদা থানার বৈরতি গ্রাম থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে ভিকটিম তার পরিবার সহ পুলিশ সুপারের কার্যালয়ে এসে পুলিশ সুপার, নড়াইল দীর্ঘায়ু কামনাসহ তাঁর ভূয়সী প্রশংসা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, সহকারি পুলিশ সুপার (সদর) মোঃ জালাল উদ্দিন, সহকারি পুলিশ সুপার (কালিয়া সার্কেল). নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস হোসেন (পিপিএম), নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিকুর রহমান, ডিআইও-১ এস এম ইকবাল হোসেন।
এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।





একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages