বাঁশখালী উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হলেও শপথ নিতে পারেননি এমরানুল হক - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday 26 April 2019

বাঁশখালী উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হলেও শপথ নিতে পারেননি এমরানুল হক


একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:>>>
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে গত ২৪ মার্চ বেসরকারিভাবে নির্বাচিত এমরানুল হক গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।
দুই পরাজিত প্রার্থীর পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আবেদনের প্রেক্ষিতে ২৩ এপ্রিল শপথ স্থগিতের আদেশ দেয়া হয়।
জানা যায়, বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থী এমরানুল হকের বিরুদ্ধে ব্যাংক ঋণের আপত্তি ছিল। আপত্তির পরিপ্রেক্ষিতে মনোনয়ন পত্র বাতিল করে।
প্রার্থী এমরানুল হক আদালতে হাইকোর্ট বেঞ্চের ১৪ মার্চের এক আদেশে নির্বাচনে অংশ নিয়ে প্রচারণা চালিয়ে ২৪ মার্চ বিজয়ী হন।
নির্বাচনের পরবর্তী সময়ে পরাজিত প্রার্থী আব্দুল গফুর ও মোহাম্মদ শাহাদত রশিদ চৌধুরী বিজয়ী প্রার্থী মোহাম্মদ এমরানুল হক এবং অন্যান্য ৫ জনকে বিবাদী করে সিভিল পিটিশন সুপ্রিম কোর্ট ডিভিশনে আপীল বিভাগে আপীল করেন।
গত ২৩ এপ্রিলে আপীলের শুনানীতে শপথ অনুষ্ঠান স্থগিতের আদেশ দেন।
উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল গফুর সুপ্রিম কোর্টে আপীল বিভাগে আবেদন করেন।
আবেদনের শুনানিতে গত ২৩ এপ্রিল শপথ অনুষ্ঠান স্থগিতের আদেশ দেন। আবেদনকারীর পক্ষে মামলাটি পরিচালনা করে সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুবুর রহমান।
বাঁশখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী এমরানুল হক বলেন, আপিলের এই আদেশের বিরুদ্ধে আইনীভাবে পদক্ষেপ গ্রহণ করে লড়াই করে যাব।



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages