মাদ্রাসা ছাত্রী নুসরাতের হত্যাকারীদের ফাঁসির দাবিতে পলাশে মানববন্ধন। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday 13 April 2019

মাদ্রাসা ছাত্রী নুসরাতের হত্যাকারীদের ফাঁসির দাবিতে পলাশে মানববন্ধন। একুশে মিডিয়া


প্রতিবেদক-আল-আমিন মুন্সী:>>>
ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের ফাঁসির দাবিতে নরসিংদীর পলাশ উপজেলায় মানববন্ধন পালন করা হয়েছে। 
বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি নামে একটি মানবাধিকার সংস্থার আয়োজনে শনিবার সকালে উপজেলার ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে মানবাধিকার সংস্থার সকল সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তারা, নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা জানিয়ে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা ও তার সহযোগিদের ফাঁসির দাবি জানান। 
পাশাপাশি এই বিচার বন্ধ করতে যারা কূটকৌশল করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়।
মানববন্ধনে  বক্তারা আরও বলেন, যৌন নির্যাতনের বিরুদ্ধে আমাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয়ভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
সারা বিশ্বে নারী-শিশু নির্যাতন ভয়ানক আকার ধারণ করছে। এটা শুধু আমাদের সমস্যা না, এটা পুরো বিশ্বের সমস্যা।
কেবল সামাজিক আন্দোলনই পারে এ অপকর্ম রুখে দিতে। বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির পলাশ শাখার সাধারণ সম্পাদক নূরে-আলম রনির পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন আনু, সহ সভাপতি জাকির হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মো. আল-আমিন মিয়া, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা সুলতানা লাকি, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহ্বায়ক জিয়াউর রহমান জয়সহ বিভিন্ন নেতৃবৃন্ধ।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages