খেলাধুলা পারে যুব সমাজকে সকল অন্যায় থেকে দূরে রাখতে: শাহজালাল মজুমদার - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday 28 November 2019

খেলাধুলা পারে যুব সমাজকে সকল অন্যায় থেকে দূরে রাখতে: শাহজালাল মজুমদার


এম এ হাসান, কুমিল্লা:>>>
কুমিল্লা দক্ষিন জেলা যুবলীগের প্রভাবশালী নেতা স্থানীয় চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার বলেছেন, নিঃসন্দেহে খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ ও সন্ত্রাস সহ সকল অন্যায় থেকে দূরে রাখতে। তাই সবাইকে খেলাধুলার প্রতি বেশি বেশি মনোযোগ দিতে হবে এবং খেলাধুলার আয়োজন বাড়াতে হবে।তিনি আরো বলেন, শারীরিক গঠন ও মানসিক বিকাশে ক্রীড়ার কোন বিকল্প নেই। তাই সমাজের প্রতিটি শিশু-কিশোরের জন্যই খেলাধুলার ব্যবস্থা রাখা প্রয়োজন।
তাছাড়া খেলাধুলার মাধ্যমে একজন মানুষ নিজেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে পারে।বৃহস্পতিবার রাতে উপজেলার শ্রীপুর ইউনিয়নে শর্ট বাউন্ডারি ক্রিকেট ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান কালে শাহজালাল মজুমদার এসব কথা বলেন।
উপজেলার শ্রীপুর ইউনিয়নের পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় পদুয়া ক্রিকেট একাদশ কতৃক আয়োজিত সাইকেল ও এলইডি টিভি কাপ শর্ট বাউন্ডারি ক্রিকেট ফাইনাল টুর্নামেন্ট -২০১৯ইং খেলাটি ২৮ই নভেম্বর বৃহস্পতিবার রাত ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়।
শ্রীপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য কাজী আলমগীর হোসেনের সভাপতিত্বে উক্ত ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক কাশিনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন, শ্রীপুর ইউনিয়ন যুবলীগ নেতা ইমাম হোসেন এর উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন, ৪নং শ্রীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য আবুল কালাম আজাদ টিপু, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নুরুল আলম, শ্রীপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হাফেজ আসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন  মজুমদার বাঁধন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সোহাগ, ইউনিয়ন কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মহিবুর রহমান শিশির, মনির হোসেন, উপজেলার কাদৈর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোর্শেদ আলম, বেলজিয়াম প্রবাসী মজিবুর রহমান ভূইয়া, পদুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মহসিন ভূইয়া সহ ইউনিয়ন আওয়ামী সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সভাপতি ইউপি সদস্য কাজী আলমগীর হোসেনের বক্তব্য প্রদান শেষে উক্ত শর্ট বাউন্ডারি ক্রিকেট ফাইনাল খেলায় বিজয়ী বসুয়ারা ক্রিকেট একাদশ কে চ্যাম্পিয়ন ট্রফি সাইকেল ও রানার্সআপ বিতরচর ক্রিকেট একাদশ কে এলইডি টিভি প্রদান করেন উপস্থিত প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথি বৃন্দরা।





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages