মাঠ ও চেয়ার দখল নিয়ে পাটগ্রাম আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০! - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday 25 November 2019

মাঠ ও চেয়ার দখল নিয়ে পাটগ্রাম আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০!


একুশে মিডিয়া, রিপোর্ট:>>> 
মাঠ ও চেয়ার দখল নিয়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের ইউনিয়ন কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে।=
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫০ রাউন্ড শটগানের গুলি ও ৩ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।=
সোমবার বিকালে উপজেলার শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।=
আহতের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।=
পুলিশ, দলীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বিকালে ওই বিদ্যালয় মাঠে শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির গঠনের ঘোষণা দেয়া হয়। এতে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা ছিল।=
নেতৃবৃন্দ পৌঁছার আগেই মাঠের জায়গা ও চেয়ার দখল নিয়ে সেখানকার বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল হাশেম এবং নতুন কমিটিতে সভাপতি পদ প্রত্যাশী রফিকুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে।=
এতে পাটগ্রাম থানার এসআই আশরাফুল ইসলাম, কনস্টেবল দিবস কুমারসহ আওয়ামী লীগের দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অবস্থানরত পুলিশ ৫০ রাউন্ড শটগানের গুলি ও ৩ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।=
পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত বলেন, ‘ঘটনাস্থলে আগে থেকেই পুলিশ উপস্থিত ছিল। সংঘর্ষ থামাতে পুলিশ ৫০ রাউন্ড শটগানের গুলি ও ৩ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।=
পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবুল বলেন, ওই সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপি মোতাহার হোসেনসহ আমাদের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু উদ্ভুত পরিস্থিতির কারণে শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন স্থগিত করা হয়েছে।=





একুশে মিডিয়া/এমএসএ=

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages