রাবিতে জাতীয় বিতর্ক উৎসব শুরু শুক্রবার - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 4 December 2019

রাবিতে জাতীয় বিতর্ক উৎসব শুরু শুক্রবার


একুশে মিডিয়া, রাবি প্রতিনিধি:>>>
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুইদিনব্যাপি পঞ্চম জাতীয় বিতর্ক উৎসব শুরু হবে আগামী শুক্রবার। দেশের ২৪ টি সরকারি ও বেসরকারি বিতর্ক সংগঠন এতে অংশ নেবে।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী একাডেমিক ভবনে বিতর্ক সংগঠন গ্রুপ অব লিবারেল ডিবেটারস বাংলাদেশ (গোল্ড বাংলাদেশ) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির প্রধান সমন্বয়ক এজাজ আহমাদ বলেন, শুক্রবার সকাল ৯টায় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনে অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো: জাকারিয়া।
এজাজ বলেন, উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করবে। এরপর সিরাজী ভবনে বিতর্ক প্রতিযোগিতার ব্রিফিং ও টিম ম্যাচিং অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে দশটায় দিনব্যাপি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৪টি দল অংশগ্রহণ করছে।
এজাজ আরো বলেন, অনুষ্ঠানের দ্বিতীয় দিন শনিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন।
সংবাদ সম্মেলনে গোল্ড বাংলাদেশের উপদেষ্টা অধ্যাপক রবিউল ইসলাম, সাবেক সভাপতি সোহরাব হোসেন, সাবেক সহ-সভাপতি আলী ইউনুস হৃদয়, কার্যনির্বাহী সদস্য সউদা জামান রিশা উপস্থিত ছিলেন।
 
 
 
 
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages