বাঁশখালীতে নকল ও মেয়াদ উত্তীর্ণ ঔষুধ প্রতিরোধে জন সচেতনতামূলক সভা অনুষ্ঠিত - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday 21 January 2020

বাঁশখালীতে নকল ও মেয়াদ উত্তীর্ণ ঔষুধ প্রতিরোধে জন সচেতনতামূলক সভা অনুষ্ঠিত


একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:>>>
চট্টগ্রামের বাঁশখালীতে নকল, ভেজাল, আনরেজিষ্টার্ড ও মেয়াদ উত্তীর্ণ ঔষুধ প্রতিরোধে জন সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে পৌর সদরের মিয়ার বাজারস্থ স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্টস্ সমিতি বাঁশখালী উপজেলার সভাপতি মোহাম্মদ ছমুদুল হক।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত¡াবধায়ক মো. কামরুল হাসান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্টস্ সমিতি চট্টগ্রাম জেলার সভাপতি সমীর কান্তি সিকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্টস্ সমিতি চট্টগ্রাম জেলার সহ-সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য।
এতে বক্তারা বলেন, ‘রোগ বালাই নিরাময়ের জন্য চিকিৎসক পরামর্শ অনুযায়ী ঔষুধ বিক্রি করতে হবে। কোন ধরনের নকল, ভেজাল, আনরেজিষ্টার্ড ও মেয়াদ উত্তীর্ণ ঔষুধ দোকানে রাখা যাবে না।’ আলোচনা সভা শেষে ড্রাগিষ্টস্ সমিতির সদস্যদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এতে কেমিস্ট এন্ড ড্রাগিষ্টস্ সমিতির বাঁশখালী উপজেলার প্রায় ৩ শতাধিক সদস্য উপস্থিত থেকে ফার্মেসী পরিচালনায় প্রশিক্ষণ গ্রহণ করেন।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages