ধর্ষণে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday 6 January 2020

ধর্ষণে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী


একুশে মিডিয়া, রিপোর্ট:>>>
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।<:একুশে মিডিয়া:>
সোমবার বিকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, গতকালকের ঘটনার তদন্ত চলছে, সত্যতা যাচাই করা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর সবগুলো সংস্থা ঘটনাটি তদন্ত করছে।<:একুশে মিডিয়া:>
রোবরাত রাতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পাশে ঢাকির ওই ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। রাতেই রাজপথে নামে সাধারণ শিক্ষার্থীরা।<:একুশে মিডিয়া:>
সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও ছাত্রলীগের পক্ষ থেকে আলাদা আলাদা বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।<:একুশে মিডিয়া:>
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী আগে অনেক বড় বড় ঘটনা তদন্ত করে বের করেছে। এ ঘটনায়ও দ্রুত সময়ের মধ্যে হবে এবং দোষীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।<:একুশে মিডিয়া:>
একদিকে সহপাঠীকে ধর্ষণের নিন্দা ও বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তাদের ‘নো মোর মার্সি টু রেপিস্ট’ (ধর্ষকদের আর ক্ষমা নয়) স্লোগানে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস।<:একুশে মিডিয়া:>
সোমবার সকাল থেকে শিক্ষার্থীর ঢাবির রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে সহপাঠীর ধর্ষণের বিচার দাবি জানান। তারা ক্যাম্পাসে প্রবেশের সব সড়কের মুখে ব্যারিকেড দেয়। ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। শাহবাগ চত্বর অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।<:একুশে মিডিয়া:>
এ সময় শিক্ষার্থী ‘বঙ্গবন্ধুর সৈনিকেরা গর্জে ওঠো আরেকবার’, ‘বিচার চাবো একসাথে ধর্ষকদের বিরুদ্ধে’, ‘বিবেক এবার ঘোমটা খোলো’, ‘নো মোর মার্সি টু রেপিস্ট (ধর্ষকদের ক্ষমা নয়)’, ইত্যাদি লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। নো মোর মার্সি টু রেপিস্ট স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ক্যাম্পাস।<:একুশে মিডিয়া:>




একুশে মিডিয়া/এমএসএ<:একুশে মিডিয়া:>

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages