কুতুবদিয়ায় ১লা জানুয়ারীতে বিনামূল্যে বই বিতরণ কর্মসূচি পালিত - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 1 January 2020

কুতুবদিয়ায় ১লা জানুয়ারীতে বিনামূল্যে বই বিতরণ কর্মসূচি পালিত


একুশে মিডিয়া, কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:>>>
সারা দেশের ন্যায় কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় ১লা জানুয়ারী ২০২০ সালের বিনামূল্যে বই বিতরন কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০ টায় কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এ বই বিতরন কর্মসূচির উদ্ধোধন করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর হক মীর। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার রজব আলী, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জহিরুল ইসলামসহ অন্যান্যরা। 
ঘিলাছড়ি সরকারি প্রাঃ বিদ্যালয়ে বই বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাশের সভাপতিত্বে বই বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথিতে বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম লালা, স্থানীয় ইউপি সদস্য শামসুল আলম, মহিলা ইউপি সদস্য হাসানুর জাহান রোজি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আজিজ, পরিবেশ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান প্রমুখ। এসময় অভিভাবক স্থানীয় গণন্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। 
কুতুব আউলিয়া শামসুল উলুম আজিজিয়া দাখিল মাদ্রাসায় বই বিতরণ অনুষ্ঠিত হয়। সুপার মৌঃ আবুল আনছার মোঃ শোয়াইব সিদ্দিকীর সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক আবু জাফর সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী মৌলানা ফরিদুল আলম জেহাদি,  মাষ্টার কলিম উল্লাহসহ প্রমুখ।
জানাগেছে, উপজেলার ৫৯ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১২টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৫ টি দাখিল মাদ্রাসার ছাত্র/ ছাত্রীদের মধ্যে এক যোগে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে এ বই তুলে দেওয়া হয়। বই বিতরন কালে বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার ব্যাপকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সেই হারে কুতুবদিয়ার শিক্ষার মান উন্নয়ন হয়নি। শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার বলেন, কুতুবদিয়ার শিক্ষার মান এমন জায়গায় নিয়ে দাঁড় করাতে চাই যেন অন্যরা আমাদেরকে অনুসরন করে। জাতি শিক্ষিত হলে দেশে উন্নত হয়। আমি সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন করতে চাই।





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages