চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নে দেড় শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday 2 April 2020

চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নে দেড় শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ


এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লা চৌদ্দগ্রামে কালিকাপুর ইউনিয়নে দেড় শতাধিক অসহায় দুঃস্থ নিম্নমানের দিনমজুর  পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ।
উল্লেখ্য  প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ও কুমিল্লা-১১ আসন চৌদ্দগ্রাম থেকে নির্বাচিত সংসদ সদস্য সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপির ঘোষণা চলমান করোনা মহামারিতে অসহায় দুঃস্থ নিম্নমানের মানুষের পাশে এসে দাঁড়ানোর বিষয় টি মাথায় রেখে উপজেলার কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি  চেয়ারম্যান সালাহ উদ্দিন মজুমদার।
স্থানীয় ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল খালেক এর সার্বিক সহযোগিতায় ইউনিয়নের ৯নং ওয়ার্ড এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের আর্থিক সহযোগিতায় ২ এপ্রিল (বৃহস্পতিবার) বিকাল ৩ ঘটিকার সময় কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া বাজারে কালিকাপুর ও দূর্গাপুর গ্রামের লকডাউনে থাকা রিক্সা চালক, দিনমজুর খেটে খাওয়া দেড় শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাউল, ডাল, তৈল, টমেটো, পেঁয়াজ রসূন।উক্ত খাদ্য সামগ্রী বিতরণ প্রদান কালে চলমান করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে আলোচনা করেন উক্ত খাদ্য সামগ্রী বিতরণ এর উদ্যােক্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি  চেয়ারম্যান সালাহ উদ্দিন মজুমদার,এসময় তিনি বলেন সারাদেশের চলমান করোনা ভাইরাস ক্রমশই বৃদ্ধি হচ্ছে, তাই আমরা প্রত্যেকে নিজেদের পরিবারের কথা চিন্তা করে হলেও জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।
এসময় তিনি আরো বলেন আমরা গর্বিত এমন মহামারিতে ও আমাদের সংসদ সদস্য সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব ভাই সার্বক্ষণিক আমাদের জনসাধারণের খোঁজ খবর নিচ্ছেন।এসময় উপস্থিত ছিলেন কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম মেম্বার,বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলির সদস্য জাকির হোসেন, কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ইউপি সদস্য আবদুল খালেক, বাংলা টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি  সাংবাদিক আরিফুর রহমান মজুমদার,কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি খালেদ মজুমদার, সাংগঠনিক সম্পাদক নেয়ামত উল্লাহ মজুমদার রুমি, আওয়ামী লীগ নেতা তারু মিয়া, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য মনির হোসেন, ডাঃ আবুল খায়ের, ছাত্রলীগ নেতা জাকারিয়া, আল-আমিন জিসান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে আ’লীগের সভাপতি সালাহ উদ্দিন মজুমদার ও ইউপি মেম্বার আবদুল খালেক মেম্বার এর মাধ্যমে অসহায় ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়।বাড়ীতে বসে খাদ্য সামগ্রী হাতে পেয়ে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages