চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকায় ইয়াবাসহ নারী-পুরুষ আটক - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 28 July 2020

চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকায় ইয়াবাসহ নারী-পুরুষ আটক

রোমান উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক নারীসহ দু’জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হল- পারভিন বেগম (২৫) ও আবু সৈয়দ (২৮)। এ সময় তাদের কাছ থেকে ২১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) আকবরশাহ থানা পুলিশ তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে।
আকবরশাহ থানা পুলিশ একুশে মিডিয়াকে জানায়, আটককৃত পারভিন বেগম দীর্ঘদিন ধরে আকবরাশাহর মিনার এলাকায় একটি কসমেটিক্সের দোকানের আড়ালে স্বামী ও দেবর মিলে মাদকের ব্যবসা করে আসছিলেন।
মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ১০৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।অপরদিকে, আকবরশাহ এলাকার চৌধুরী বাড়ির ডলি আক্তারের টিনশেডের বাসা থেকে গতকাল সোমবার (২৭ জুলাই) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে আবু সৈয়দ (২৮) নামের একজনকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।পুলিশ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকের মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।



 একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages