বেলকুচিতে কৃষকের অ্যাপের মাধ্যমে ধান ক্রয় - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 14 April 2021

বেলকুচিতে কৃষকের অ্যাপের মাধ্যমে ধান ক্রয়

সবুজ সরকার. বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধি: 

সিরাজগঞ্জ বেলকুচি  উপজেলায় কৃষকের অ্যাপ এর মাধ্যমে  ধান সংগ্রহে নিবন্ধন এর কার্যক্রম শুরু হয়েছে। মোবাইল অ্যাপের মাধ্যমে কৃষকের নিবন্ধন ধান বিক্রির আবেদন রবিবার (২৫ এপ্রিল) পর্যন্ত চলবে। আগ্রহী কৃষকদেরকে ওই সময়ের মধ্যেই নিবন্ধন করতে হবে। গুগল প্লে-স্টোরে গিয়েকৃষক অ্যাপডাউন লোড করে যে কেউই নিজের নিবন্ধন করতে পারবেন

কৃষক নিবন্ধনের জন্য শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র নম্বর মোবাইল নম্বরের প্রয়োজন। নিবন্ধনের ক্ষেত্রে সহযোগীতার প্রয়োজন হলে উপজেলা পৌর এলাকার কৃষকরা- বেলকুচি উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা, পৌরসভা/ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোগক্তা, বেলকুচি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, জেলা খাদ্য নিয়ন্ত্রকের সহায়তা নিতে পারবেন। এছাড়া ৩৩৩- কল করে যে কেউই এব্যাপারে বিস্তারিত জানতে পারবেন

কৃষকের অ্যাপের সুবিধা হল- () নিবন্ধন, বিক্রয়ের আবেদন, বরাদ্ধ আদেশ এবং মূল্য পরিশোধের সনদ সম্পর্কিত তথ্য এসএমএস-এর মাধ্যমে পাওয়া যাবে। () সময়, খরচ, হয়রানি ভোগান্তি কমবে, () মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ন্য থাকবে না, () নিবন্ধন আবেদন সম্পন্ন হওয়ার পর কম্পিউটারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে লটারি করা হবে। নতুন কৃষক নিবন্ধন করলেই তার ধান বিক্রয়ের আবেদন স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে। তবে নিবন্ধনকৃত পুরাতন কৃষকদের শুধুমাত্র ধান বিক্রয়ের আবেদন করতে হবে

বিষয়ে উপজেলা সংগ্রহ মনিটরিং কমিটির সদস্য সচিব খাদ্য নিয়ন্ত্রক ফাহাদ ইবনে সালাম বলেন, কৃষকরা যাতে প্রতারণার শিকার না হন সেজন্য বেলকুচি উপজেলায় এই প্রথমকৃষকের অ্যাপচালু করা হয়েছে। কৃষক নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্র নম্বর এবং মোবাইল নম্বর লাগবে। এতে সময় খরচ হয়রানি ভোগান্তি কমবে

 

 

 

 

 

১৫ এপ্রিল ২০২১ ইং# মোহাম্মদ ছৈয়দুল আলম সম্পাদক প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া সংবাদ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages