আল আমিন মুন্সী :
![]() |
২১জুন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন ও গজারিয়া ইউনিয়নের প্রতিটি এলাকা ও প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় থেকে আসা লোকজন ও গাড়ি তল্লাশি করছেন পলাশ থানার পুলিশ সদস্যরা মঙ্গলবার সকাল থেকে পলাশ থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ নাসির উদ্দীন ও (ওসি) তদন্ত হুমায়ুন কবীর এর নেতৃত্বে
তল্লাশি করা হয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেনো কোনো অ ঘটন না ঘটে তার জন্য পুলিশের পক্ষ থেকে তল্লাশি ব্যবস্হা করা হয়েছে। এ বিষয় পলাশ থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ নাসির উদ্দীন বলেন, নির্বাচন আসলে বাহির থেকে অনেক লোকজন আসে নির্বাচনী এলাকায় তারা এসে বিভিন্ন ধরনের দূর ঘটনা ঘটায়, আসছে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেনো কোনো অঘটন না ঘটে তার জন্য পলাশ থানার পুলিশের পক্ষ থেকে তল্লাশি করা হচ্ছে নির্বাচন পর্যন্ত প্রতিদিন নির্বাচনী এলাকায় পুলিশের তল্লাশি অব্যাহত থাকবে।
No comments:
Post a Comment