আল আমিন মুন্সী, নরসিংদী:
![]() |
ছবি: একুশে মিডিয়া |
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। ১ জুন মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাদেকুর রহমান আকন্দের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা ইয়াসমিন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অবহিতকরণ সভায় তথ্য উপস্থাপন করেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মামুন। আগামী ৫ জুন থেকে ১৯ জুন ক্যাম্পেইনটি বাস্তবায়ন করবে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম চলবে। ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩ হাজার শিশুদের নীল রং এর ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ২৫ হাজার শিশুদের লাল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
পলাশ উপজেলায় মোট ১২১ কেন্দ্রে ২ জন করে স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতেমা বেগম সুমা,পরিসংখ্যানবিদ এনায়েত হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এস এম সফি, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ মনা প্রমুখ।
মঙ্গলবার ১জুন ২০২১ ইং# প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ এবং সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
No comments:
Post a Comment