নড়াইলে গরু চোর সন্দেহে দুই জনকে পিটিয়ে হত্যা - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday 26 December 2022

নড়াইলে গরু চোর সন্দেহে দুই জনকে পিটিয়ে হত্যা

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

ই-একুশে মিডিয়া
নড়াইল সদর উপজেলার বীড়গ্রামে গরু চোর সন্দেহে দুব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার ভোর রাত সাড়ে ৩টার দিকে ঘটনা ঘটে।

পুলিশ সকাল ৯টার দিকে নড়াইল-গোবরা সড়কের পল্লী বিদ্যুৎ স্টেশনের উত্তর পাশের শস্য ক্ষেতের মধ্য থেকে এবং দক্ষিণ পার্শ্বের মেহগনি বাগানের মধ্যে পড়ে থাকা লাশ দুটি উদ্ধার করে। ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়

নিহত একজনের পরিচয় পাওয়া যায়নি।বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার দাড়িয়া বারইডাঙ্গা গ্রামের গফুর শেখের ছেলে আসাদুল শেখ (৩৬) অপর ব্যক্তির নাম-ঠিকানা জানা যায় নি।

নড়াইল সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান বিষয়টি একুশে মিডিয়াকে নিশ্চিত করেছেন। জানা যায়, গত এক মাসের মধ্যে বীড়গ্রামের ৬টি ঘরু চুরি হয়। চুরি হওয়ার পর থেকে দুগ্রামের লোকজন গরু চোর ধরতে নিয়মিত পাহারা দিত। সোমবার ভোর রাত সাড়ে ৩টার দিকে বীড়গ্রামের রেবো বিশ্বাসের বাড়ি চোরেরা গরু চুরি করতে গেলে বাড়ির মালিক চোর চোর বলে চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন সংঘবদ্ধ হয়ে চোরদের ধাওয়া দেয়। গ্রামবাসীর ধাওয়া খেয়ে চোর দলের - জন পালিয়ে যায়।

সময় গরু চোর সন্দেহে আসাদুল শেখ অজ্ঞাত ব্যক্তিকে ধরে লোকজন গনপিটুনি দিয়ে নড়াইল-গোবরা সড়কের পল্লী বিদ্যুৎ স্টেশনের উত্তর দক্ষিণ পার্শ্বে ফেলে রেখে যায়।

ঘটনাস্থলেই দুব্যক্তি মারা যান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আশীষ কুমার বিশ্বাস একুশে মিডিয়াকে বলেন, বীড়গ্রামসহ আশেপাশের গ্রামে দিনের বেলায় ফেরিওয়ালা সেজে এরা কম্বল, থালা-বাটি অন্যান্য মালামাল বিক্রি করে খোঁজখবর নিয়ে রাতের বেলা চুরি কাজে লিপ্ত হতো।

বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বলেন, ইদানিং নড়াইল লোহাগড়ায় গরু চুরির প্রবনতা বেড়ে যাওয়ায় পুলিশ সুপার বিভিন্ন এলাকার লোকজনকে নিয়ে মিটিং করে বিভিন্ন এলাকায় পাহারায় ব্যবস্থা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গতরাতে গ্রামবাসী এঘটনা ঘটিয়েছে। ঘটনায় সদর থানায় পুলিশ বাদী মামলা দায়ের হবে

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages