আধুনিক ও ফোক গানের শিল্পী লুপর্ণা মুৎসুর্দ্দীর কণ্ঠে আসছে আধ্যাত্মিক গানের মিউজিক ভিডিও - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday 21 April 2024

আধুনিক ও ফোক গানের শিল্পী লুপর্ণা মুৎসুর্দ্দীর কণ্ঠে আসছে আধ্যাত্মিক গানের মিউজিক ভিডিও

চট্টগ্রাম প্রতিনিধি:


বাংলাদেশ টেলিভিশন বেতারের আধুনিক ফোক গানের শিল্পী লালন কন্যাখাত লুপর্ণা মুৎসুর্দ্দী লোপার কণ্ঠে আসছে আধ্যাত্মিক গানের মিউজিক ভিডিও গানটির গীতিকার  বহুল প্রচারতি জাতীয়  দৈনিক সকালের সময় পত্রিকার চট্টগ্রাম ব্যুরোর সিনিয়র রিপোর্টার নজরুল ইসলাম সুর করেছেন জনপ্রিয় সংগীত শিল্পী কবি উপবান বড়য়া গানের মিউিজিক কম্পোজ করা হয়েছে আলাউদ্দীন আলোর হিউম্যান টিউন স্টুুডিও থেকে গানের মিউজিক ভিডিও করছে অনিক মাল্টিমিডিয়ার কর্ণধার অনিক দেবগানের শুরু দুটি লাইনের মধ্যে দয়াল তোমায় ডাকি আমি দয়াল তোমায় ডাকি ডাকার মাঝে দিচ্ছি আমি কত রকম ফাঁকি গানের কথা সুর কণ্ঠ যে কারো শুনতে ভালো লাগবে গানটি আধ্যাত্মিক ক্যটাগরীর হলেও গানের কথায় এবং সুরের ছন্দে ছন্দে প্রভুর প্রার্থনা করা হয়েছে

বিষয়ে সংগীত শিল্পী লুপর্ণা মুৎসুর্দ্দী লোপা বলেন, আমি সব ধরনের সব রকমের গান গাইতে পারি, দর্শকদের কাছে আমি মূলত ফোক, আধুনিক, লালন সংগীতের শিল্পী হিসেবে আমি পরিচিত গানটি যে কোন শ্রেণির যে কোন বয়সের দর্শকদের শুনতে ভালো লাগবে আশা করি গান যারা একবার শুনবে আমার বিশ^াস তাদের বারবার শুনতে ভালো লাগবেহিউম্যান টিউন স্টুডিওর পরিচালক আলাউদ্দীন আলো জানান, গানের কথা ভালো হলে গান ভালো হবে, সুর, কণ্ঠ এগুলো তো আছে, তবে ভিন্ন মাত্রার গানটি যারা শুনবে তাদের ভালো লাগবে আমার বিশ^াসসুরকার উপবান বড়য়া বলেন, গানটি গীতিকার আমাকে দেয়ার পর চেষ্টা করেছি ভিন্ন রকমের  সুর করার জন্য গানের কথা আবেক যাতে মানুষের কানে পৌছে, গানটি আসলে চমৎকার একটি গান হয়েছে, দর্শকদের জন্য যেখন উম্মুক্ত করে দেয়া হবে তখন দর্শকরা বিচার করবে, তবে ভালো মানের লেখা না হওয়ায় অনেকদিন ধরে ভালো গান থেকে দর্শক শিল্পীরা বঞ্চিত হচ্ছে গানটি কিছুটা হলেও দর্শকদের মনের চাহিদা পুরণ করবে আমার বিশ^াস গানের গীতিকার সাংবাদিক নজরুল ইসলাম বলেন, গানটিতে অনেক কিছু বার্তা রয়েছে, সৃষ্টিকর্তাকে আমরা স্মরণ করি, নামাজ পড়ি ইবাদত করি যার যার ধর্মমত সৃষ্টিকর্তা আমাদের ডাকে কতটুকু সাড়া দিচ্ছে আমাদের ডাকার মধ্যে অনেক ভুল আছে যেভাবে ডাকার কথা আমরা সেভাবে ডাকতে পারছি না অবহেলায় সময় চলে যাওয়ার পর শেষের দিকে অনেকে সৃষ্টিকর্তাকে ডাকার চেষ্টা করে সে সময়ে চাইলেও অনেক সময় সুযোগ থাকে না সুযোগ হয় না ইত্যাদি বিষয় উল্লেখ রয়েছে তবে গানটি শুনলে বিস্তারিত জানতে পারবে গানটি দেখার এবং শুনার জন্য চট্টগ্রামবাসীসহ সারা দেশের মানুষের কাছে অনুরোধ রইল

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages