![]() |
একুশে মিডিয়া, কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কুতুবদিয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল হিকমাহ আল মালেকিয়া দাখিল মাদরাসার ৩দিনব্যাপী নবীন বরণ, ক্রিড়া, সাংস্কৃতিক, বিদায় ও দোয়া মাহফিল গতকাল ৩০ জানুয়ারী সম্পন্ন হয়েছে।
![]() |
অলীকুল স¤্রাট হযরত শাহ আব্দুল মালেক আল কুতুবী মুহিউদ্দিন আজমী (রঃ) এর সুযোগ্য পুত্র, দারুল হিকমাহ মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও কুতুব শরীফ দরবার পরিচালক আলহাজ্ব শাহজাদা শেখ ফরিদ আল কুতুবী’র সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কক্সবাজার জেলা আ’লীগের সিঃ সহসভাপতি, কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যন ও বড়ঘোপ ইউপি চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধূরী, উপদেষ্ঠা হিসেবে দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান সৈয়দ আহমদ চৌধূরী, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শফিউল আলম, বিশেষ অতিথি উপজেলা যুবলীগের আহবায়ক আবু জাফর ছিদ্দিকী হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি’র বক্তব্যে বলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যেতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আওয়ামী সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বর মাসে নির্বাচনের বিভিন্ন ব্যস্ততা থাকলেও সারাদেশে একযোগে পহেলা জানুয়ারী গরীব-ধনী, ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সকল শিক্ষার্থীর মাঝে নতুন বই পাওয়ার ব্যবস্থা করেছেন।
এজন্য বছরের ১ম দিনে তোমরা নতুন বই হাতে পেয়েছ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাদিঁবে ভূবণ।
বিদায়ীদের এখন কান্নার সময় না, সুন্দর জীবন গঠনের সময়। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, অত্র মাদরাসার সুপার মাওঃ মাহফুজুল করিম, দক্ষিণ ধূরুং ইউপি সদস্য ছাদেক হোছাইন, কুতুবদিয়া সরকারি কলেজের প্রফেসার আবু ছাদেক মোঃ সায়েম, প্রভাষক ফরিদুজ্জামান মোঃ হুমায়ূন, কুতুবদিয়া টেকনিক্যাল কলেজের প্রভাষক মোহাম্মদ ফারুক, প্রভাষক জাহেদুল ইসলাম, অত্র মাদরাসার শিক্ষক-শিক্ষিকা।
উপস্থিত ছিলেন, শাহ মালেকিয়া শামছুন নুর হেফজ খানার প্রধান শিক্ষক হাফেজ ছানাউল্লাহ, জাতীয় ছাত্র সমাজের উপজেলার আহবায়ক মোঃ মনিরুল ইসলামসহ অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষার্থীবৃন্দ । পরিশেষে বিদায়ী সকল শিক্ষার্থীদের জন্য দোয়া করা হয় এবং অশ্রুসিক্ত ৮ম শ্রেণির তাবাচ্ছুম দলের অভিনয়ে বাল্যবিবাহ প্রতিরোধের ইসলামিক নাটকের হাসি-কান্না মধ্যদিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
একুশে মিডিয়া/এমএসএ





No comments:
Post a Comment