
ছবি: সংগৃহীত
একুশে মিডিয়া, বিশেষ রিপোর্ট:
মানহানি মামলায় জামিন নিতে গিয়ে কুষ্টিয়া জেলা আদালত প্রাঙ্গণে হামলার শিকার হন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। আর এ ঘটনায় অভিযোগ ওঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এই হামলা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিএনপির মহাসচিব।
দেশের দুই দলের শীর্ষ পর্যায়ের দুই নেতার বক্তেব্যে উঠে এসেছে বিভিন্ন ধরণের কথা। তাদের সেই বক্তব্য নিয়ে বিডি২৪লাইভের পাঠকদের জন্য আজকের এই প্রতিবেদন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ভিন্নমত থাকলেই যে কারো ওপর শারীরিক নির্যাতন করতে হবে এ রাজনীতি আওয়ামী লীগ করে না।’
‘কুষ্টিয়ায় মাহমুদুর রহমানের উপর হামলা একটি বিচ্ছিন্ন ঘটনা। এখানে যারাই জড়িত থাকুক না কেন, তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।’
গত সোমবার রাজধানীর ঢাকা ক্লাবে স্যামসাং এইচ চৌধুরী মিলনায়তনে একটি চলচ্চিত্রের মহরত অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘ভিন্ন ভিন্ন মত থাকতেই পারে। বিভিন্ন সংবাদপত্র আছে-টেলিভিশন টকশো আছে, যে যেমন চাইছে বলছেন। এজন্য কারও ওপর হামলা করতে হবে! এমন রাজনীতি আওয়ামী লীগ অতীতেও করেনি আগামীতেও করবে না।’
‘কুষ্টিয়ার ঘটনায় যারাই জড়িত তাদের খুঁজে বের করার জন্য পুলিশের আইজিপির সঙ্গে কথা বলেছি, ব্যবস্থা নিতে বলেছি।’
ওবায়দুল কাদের বলেন, ‘কেন্দ্রীয় সিদ্ধান্তে এমন ঘটনা ঘটেনি। এটা বিচ্ছিন্ন ঘটনা। আগামীতে যেন এ ধরণের ঘটনা না ঘটে তার জন্য আমরা যেমন সতর্ক থাকবো পুলিশকেও বলবো সতর্ক থাকতে।’

ফখরুল বলেন, ‘মাহমুদুর রহমানের ওপর হত্যার উদ্দেশ্যে যে আক্রমণ হয়েছে, আমি গতকাল তার তীব্র নিন্দা জানিয়েছি। ঘটনার সময় আমি একটা সভায় ছিলাম। তখনই জানতে পেরেছি হামলার ঘটনার কথা। হামলার আগে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেছিলাম মাহমুদুর রহমানের নিরাপত্তার ব্যাপারে।’
‘তিনি আমাকে আশ্বস্ত করে বলেন- ‘আমি দেখছি, তাকে সেফলি বের হয়ে যাওয়ার ব্যবস্থা করছি।’ তার পরও আমাদের দুর্ভাগ্য, পুলিশের উপস্থিতিতে যেভাবে মাহমুদুর রহমানের উপর আক্রমণ করা হয়েছে, আহত করা হয়েছে এটা ইদানিং কালের নজিরবিহীন ঘটনা।’
বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, ‘আমি আবারও মাহমুদুর রহমানের ওপর আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। যারা এর জন্য দায়ী তাদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। একুশে মিডিয়া।”
No comments:
Post a Comment