ছবি: সংগৃহীত
টানা বৃষ্টি আর যানজটে নাজেহাল সাধারণ মানুষ। দেশের প্রখ্যাত কবি নির্মলেন্দু গুণ এরকম এক যানজটের কবলে পড়ে বিরক্ত হয়ে ফেসবুকে স্ট্যাটাস লিখেছেন।
‘৭ ঘন্টায় ১৭ কিলোমিটার’ নামে এক স্ট্যাটাসে কবি নির্মলেন্দু গুণ লিখেছেন, একটা মাইক্রোবাসে নেত্রকোণা যাবো বলে সকাল ৯টায় ঢাকা থেকে রওয়ানা দিয়ে ৩টা ৪০মিনিটে (৬ ঘন্টা ৪০মিনিট) গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয় পর্যন্ত এসেছি।’
তিনি আরও লিখেছেন, ‘সারা পথে ট্রাকের রাজত্ব। জনস্বার্থে এই আনন্দদায়ক ঘটনাটি প্রচার করা হলো। যাত্রীদের বলি, এই সড়কপথ হইতে সাবধান।’
সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করে নির্মলেন্দু গুণ লিখেছেন, ‘জনাব ওবায়দুল কাদের সাহেবের কৃপাদৃষ্টি আকর্ষণ করছি। আপনাকে খুঁজেছিলাম। পাইনি।
দেশের প্রখ্যাত এই কবি আরও লিখেছেন, ‘স্যাটেলাইট ক্লাবের ৫৭ নম্বর সদস্য বাংলাদেশের সড়পথের এ কী হাল? ঢাকা থেকে ৭ ঘন্টায় ১৭ কিলোমিটার পথ অতিক্রম করা কি কম কথা।
নির্মলেন্দু গুণের এমন স্ট্যাটাসের নিচে অনেকেই লাইক-কমেন্ট করে নিজের বক্তব্যও তুলে ধরছেন। কেউ কেউ তাদের সড়ক পথের অভিজ্ঞতাও শেয়ার করছেন। একুশে মিডিয়া।”

No comments:
Post a Comment