![]() |
একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:
বড় পুকুরিয়া কয়লা চুরিতে বিএনপি জড়িত। তারা যখন ক্ষমতায় ছিল তখন থেকেই কয়লা চুরি শুরু হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
আজ শুক্রবার (২৭ জুলাই) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত শেখ হাসিনার নেতৃত্বে ‘উন্নয়ন রাজধানী’ শীষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি যখন ২০০৫ সালে ক্ষমতায় ছিলেন তখন থেকেই বড় পুকুরিয়া কয়লা চুরি শুরু হয়। তার মানে তারা এ কয়লা চুরি সাথে জড়িত। এখন চোরের মার বড় গলা।

অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেন, দেশি-বিদেশি সকল ষড়যন্ত্রেরকে প্রতিহত করে বাংলাদেশেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তাই আগামী নির্বাচনে সবাইকে ঐক্য হয়ে শেখ হাসিনাকে আবার ও ক্ষমতা আনতে হবে। এজন্য সবাইকে প্রস্তুতি নিতে আহ্বান জানান তিনি।
শেখ নওশের আলী সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেদায়েত ইসলাম স্বপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকতার হোসেন, বাংলাদেশে স্বাধীনতা পরিষদের সভাপতি মো. জিন্নাত আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন টয়েল প্রমুখ। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment