এবার আসছে সুবোধ-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 25 July 2018

এবার আসছে সুবোধ-একুশে মিডিয়া

একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
বসু একজন প্রভাবশালী ব্যাক্তি, তার এলাকায় বসবাস করে সুজন নামের আরেক যুবক। বাস্তবতাকে উপেক্ষা করে সুজন সামান্য একটি চাকুরী করে জীবন-যাপন করে। অন্যদিকে সুজনের বাবা অসুস্থ থাকেন প্রায়ই। সুজনের প্রেমিকা ইভা ধনী পরিবারের মেয়ে হয়েও সুজনের সবকিছুই মেনে নিয়ে তার সাথে জীবন চালিয়ে নেয়ার মানসিকতা রাখে। অপরদিকে মিথিলা গ্রামের সহজ সরল মেয়ে ছিল কিন্তু বাস্তবতার বেড়াজালে তাকে খারাপ পথে নামতে হয়। সে শুরুতে পকেট মার এরপর বিভিন্ন ধান্দায় লিপ্ত হয়।
মিথিলা পছন্দ করে বসুকে। কিন্তু মুখে তা কখনোই প্রকাশ করতে পারে না। একপর্যায়ে দেখা যাবে বসু, সুজনের পরিবারকে ঘর ছাড়া করে। সুজন তার বাস্তবতা যখন বসুকে ব্যাখ্যা করে, তখন বসু তার ভিতরের আত্মগ্লানি নিয়ে বাড়ি থেকে রাস্তায় বের হয়, তখন বিপক্ষ দলের লোকেরা তাকে চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যায়। ওদিকে মিথিলা, ইভাকে কিডন্যাপ করে। সুজনের পরিস্থিতি নিয়ে বসু একসময় আবেগি হয়ে সুজনকে সাহায্য করে। পরিশেষে সুবোধের প্রতিকৃতি বসুর মধ্যে প্রতিফলন হয়। এমনি সামাজিক একটি গল্প নিয়ে এগিয়ে যাবে নাটক ‘সুবোধ’র দৃশ্য।
নাটকে বসু চরিত্রে দেখা যাবে কল্যাণ কোরাইয়াকে, মিথিলা চরিত্রে কাজী নওশাবাকে। নাটকটিতে আরও অভিনয় করছেন এ্যানি খান, প্রিন্স রনি, হারুন রশিদ, জে আর খান জিতুসহ অনেকে।
কারুকাজ প্রোডাকশনের ব্যানারে নাটকটিতে নির্বাহী প্রযোজক হিসেবে আছেন এসজেডআর সরকার। সুবোধ নাটকটি নির্মাণ করছেন মামুন খান। গল্প লিখেছেন উদয় অনির্বান, বিশ্লেষন করেছেন তির্থক আহসান রুবেল এবং এটি রচনা করেছেন শুভ্র সরখেল। মেকআপ আর্টিষ্ট হিসেবে কাজ করছেন সিদ্দিকুর রহমান।
সুবোধ প্রসঙ্গে কাজী নওশাবা বলেন, ‘এই নাটকে আমার যে ক্যারেকটার মিথিলা, ক্যারেকটারটিতে আমি একজন গ্রাম থেকে শহরে এসে সারভাইভ করতে না পেরে খারাপ তথা ছিনতাই সহ নানারকম অপরাধ জগতের সাথে জড়িয়ে পরি, এরকম ক্যারেকটাররে আমি এর আগে কাজ করিনি। সুবোধ একটি সামাজিক গল্পের নাটক। এখানে চাহিদা অনুযায়ী চরিত্রকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’
নাটকটির বিষয়ে কল্যাণ কোরাইয়া বলেন, ‘নাটকটির নাম সুবোধ। নামেই ভালো কিছু বোধের আভাস আছে। গল্পটাও একটু ভিন্ন। দর্শক যাতে ভালো কিছু গ্রহণ করতে পারে নাটকটির মাধ্যমে আমরা সেই চেষ্টাই করছি।’
নির্মাতা মামুন খান জানান, ‘২৩ জুলাই থেকে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে সুবোধের দৃশ্যায়নের কাজ করা হচ্ছে। নাটকটির শুটিং করার ক্ষেত্রে বৃষ্টির কারণে আউটডোর করতে একটু বিলম্ব হচ্ছে। তারপরও যত্নসহকারে কাজটি করছি। কল্যাণ, নওশাবা, প্রিন্স রনি ও এ্যানি সহ সকলেই ভালো করছে। আশা করছি দর্শকদের কাছেও নাটকটি ভালো লাগবে।’
নির্মাতা সুত্রে জানা যায়, নাটকটি আসছে ঈদুল আজহায় যে কোন একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে একুশে মিডিয়া।”

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages