বৃষ্টির দিনে শুনতে পারেন যে গান-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday 24 July 2018

বৃষ্টির দিনে শুনতে পারেন যে গান-একুশে মিডিয়া

ছবি: সংগৃহীত
 একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
বৃষ্টি এলে মন কেমন উদাস হয়ে যায়, তাই না? বাইরে অঝোর ধারায় বৃষ্টি, আর যারা এমন বাদল দিনে ঘর থেকে বের হতে পারছেন না। কিংবা ঘরে বসেই কাটিয়ে দিতে চান পুরোদিন। তাদের সময়টা অন্যরকম ভালো লাগায় ভরিয়ে দিতে পারে বাদল দিনের কিছু গান। ঘরে বসেই ইউটিউবে শুনতে পারেন বৃষ্টি নিয়ে কিছু জনপ্রিয় গান।
বাঙালিকে বৃষ্টি বন্দনা শিখিয়েছেন যারা, তাদের মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অন্যতম। প্রায় শতাধিক বর্ষা বন্দনার গান লিখেছেন তিনি। অনেকেই রবীন্দ্রনাথের গানে কণ্ঠ মিলিয়ে বৃষ্টির উদাস বেলায় হারিয়ে যান। এই বৃষ্টিভেজা দিনে শুনতে পারেন রবীন্দ্রনাথের ‘আজি ঝরো ঝরো মুখোর বাদল দিনে’ কিংবা ‘এমন দিনে তারে বলা যায়’ গানটি দুটি।
হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া ‘এই মেঘলা দিনে একলা’ গানটি এখনও লাখো বাঙালিকে বৃষ্টি দিনে উজ্জীবিত করে। পরবর্তীতে অনুপম রায়ের কণ্ঠেও এই গানটি তুমুল জনপ্রিয়তা পায়। অন্যদিকে কোনও এক বৃষ্টির দিনে নূহাশপল্লীতে বসে হুমায়ূন আহমেদ লিখেছিলেন, ‘যদি মন কাঁদে তুমি চলে এসো’। এই গানটি মেহের আফরোজ শাওনের কণ্ঠে তুমুল জনপ্রিয়তা পায়। এই বৃষ্টি দিনে শাওনের কণ্ঠে এই গানটিও আপনার ইউটিউব প্লে-লিস্টে থাকতে পারে।
অঞ্জন দত্তের গাওয়া ‘আমি বৃষ্টি দেখেছি’ কিংবা ‘একদিন বৃষ্টিতে বিকেলে’ গান দুটো শুনতে শুনতে এই বাদল দিনে, হারিয়ে যেতে পারেন সুরের ভেলায়। আরও কিছু বাদল দিনের গান শুনতে শুনতে বৃষ্টি ছন্দে গা ভাসিয়ে দিতে পারেন সুরের সাগরে।
শুনতে পারেন রবীন্দ্রনাথ ঠাকুরের- ‘পাগলা হাওয়ার বাদল দিনে’, হাবিব ওয়াহিদের ‘বাদলা দিনে মনে পড়ে’, শ্রীকান্ত আচার্যের কণ্ঠে ‘আমার সারাটা দিন মেঘলা আকাশ’, ডিফরেন্ট টাচ ব্যান্ডের ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হল আকাশে’, জলের গান ব্যান্ডের ‘বৃষ্টির গান’, হৈমন্তীর ‘ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না’, সতীনাথ ‍মুখোপাধ্যায়ের ‘আকাশ এতো মেঘলা’, রুনা লায়লার কণ্ঠে ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’ এবং ‘অনেক বৃষ্টি ঝড়ে তুমি এলে’। হাবিব ওয়াহিদের ‘একটু দাঁড়াবে কি’। সুবীর নন্দীর কণ্ঠে ‘আমি বৃষ্টির কাছ থেকে কাদঁতে শিখেছি’, কুমার বিশ্বজিৎ এর কণ্ঠে ‘ঝুম ঝুম বৃষ্টি’, আর্টসেল ব্যান্ডের ‘এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে’। একুশে মিডিয়া।”

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages