সিটি নির্বাচন সম্মতি মেলেনি ইসির প্রস্তাবে-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 5 July 2018

সিটি নির্বাচন সম্মতি মেলেনি ইসির প্রস্তাবে-একুশে মিডিয়া


একুশে মিডিয়া ডেস্ক:
সিটি নির্বাচনের প্রচারে নির্বাচনী এলাকার বাইরের সংসদ সদস্যদের (এমপি) প্রচারের সুযোগ এবং স্থানীয়দের এক্ষেত্রে নিষিদ্ধ রেখে নির্বাচন কমিশন (ইসি)-এর প্রস্তাবিত আচরণ বিধিমালায় আইন মন্ত্রণালয়ের পুরোপুরি সম্মতি মেলেনি।
মন্ত্রণালয়ের ভেটিং-এ সাধরণভাবে সব এমপিদের প্রচারের সুযোগের পক্ষে মত দেওয়া হলেও স্থানীয় এমপিদের নিষিদ্ধ রাখার বিষয়টিতে সম্মতি দেওয়া হয়নি। এ অবস্থায় ইসিও বিষয়টিতে আর আগ্রহী নয়। তাই আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত তিন সিটি করপোরেশন নির্বাচনেও সংসদ সদস্যরা নিজ দলের প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণার সুযোগ পাচ্ছে না। এক্ষেত্রে এ নির্বাচনের প্রচারের বিদ্যমান আচরণ বিধিমালাটিও কার্যকর থাকছে।
এদিকে গত ১২ জুন প্রধান নির্বাচন কমিশনের সভাপতিত্বে কমিশন সভা শেষে এ তথ্য জানিয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেছিলেন, ‘ইসি থেকে আচরণবিধি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। ভেটিংসহ এটি আমরা গত ১১ জুন পেয়েছি। তবে কমিশন সভায় এ নিয়ে কোনো আলোচনা হয়নি। এ বিষয়ে কমিশন বলেছে, যেহেতু আচরণবিধি এজেন্ডাভুক্ত ছিল না সেহেতু ঈদের পরে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে’।
সচিব ওই দিন আরো বলেন, ‘ঈদের পরে কমিশন বিষয়টি পর্যালোচনা করে সংশোধিত আচরণবিধির প্রজ্ঞাপন জারি করবে। প্রজ্ঞাপন জারি হওয়ার পর সংশ্লিষ্ট এলাকার বাইরের সাংসদরা প্রচারণায় যেতে পারবেন। প্রজ্ঞাপন না হলে যেতে পারবেন না।’
কিন্তু ঈদের ছুটির পর দুসপ্তার বেশি সময় পার হয়ে গেলেও বিষয়টি নিয়ে ইসির কোন বৈঠক হয়নি।
এ বিষয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, আইন মন্ত্রণালয়ের ভেটিং ইসির প্রস্তাব অনুসারে না হওয়ার কারণে ইসি বিষয়টি সম্পর্কে আর আগ্রহী নয়।
প্রসঙ্গত, গত ২৪ মে নির্বাচন কমিশন সভার সিদ্ধান্ত অনুসারে কমিশন সচিব সাংবাদিকদের বলেছিলেন, সিটি করপোরেশন নির্বাচনে সব এমপিরা দলের প্রার্থীর পক্ষে প্রচার চালাতে পারবেন।
কিন্তু এর চার দিন পর ২৯ মে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা সাংবাদিকদের জানান, স্থানীয় এমপিরা এ সুযোগ পাবেন না। শুধু নির্বাচনী এলাকার বাইরের এমপিরা এ সুযোগ পাবেন। স্থানীয় এমপিদের এলাকায় প্রভাব থাকে। যার কারণে তাঁদেরকে স্থানীয় সরকার নির্বাচনে প্রচারণার বাইরে রাখা হচ্ছে। তবে তারা ভোট দিতে পারবেন। তাছাড়া কেবল সিটি করপোরেশন নয়, স্থানীয় সরকারের সব নির্বাচনে দলীয় প্রর্থীর পক্ষে প্রচার চালাতে পারবেন নির্বাচনী এলাকার বাইরের এমপিরা। সূত্র: বিডি২৪লাইভ।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages