অনেক সাংবাদিক নিখোঁজ হয়ে যায় তা কি ওরা জানে?-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday 10 August 2018

অনেক সাংবাদিক নিখোঁজ হয়ে যায় তা কি ওরা জানে?-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, বিশেষ রিপোর্ট:
ঝালকাঠির রাজাপুর উপজেলার আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজ গেট সংলগ্ন আব্দুল বারেক হাওলাদারের ‘স’মিল থেকে সরকারি শিশু গাছ উদ্ধার করেছে থানা পুলিশ। উক্ত সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দিয়েছে আদর্শপারা মোড় এলাকার রুমি ভিলার মালিক রুহুল আমিন।”
 
শুক্রবার (১০ আগস্ট) সকালে উপজেলার সোহাগ ক্লিনিক হল রুমে সাংবাদিকদের অকথ্য ভাষায় গাল মন্দসহ সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেয়া হয়।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে রাজাপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে লালমোন হামিদ মহিলা কলেজ সংলগ্ন বারেক হাওলাদারের ‘স’ মিলে ফালানো বড় ধরনের ৪ পিস শিশু গাছ উদ্ধার করে। উদ্ধারকৃত গাছের সাথে কোন ব্যক্তিকে তারা স্থানে পাননি।”
তবে স্থানীয় সূত্রে জানা যায়, আদর্শ পাড়া এলাকার সোহাগ ক্লিনিক ভবনের মালিক (রুমি ভিলা) রুহুল আমিন ঐ সরকারি গাছ কেটে তার লোকজন দিয়ে আ: বারেক হাওলাদার এর ‘স’ মিলে পাঠিয়ে দেয়। এ সংবাদ বিভিন্ন পত্রিকা ও অনলাইনে প্রকাশ হলে রুহুল আমীন সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালমন্দ করেন।’
তিনি বলেন, দেশে অনেক সাংবাদিক নিখোঁজ হয়ে যায় তাকি ওরা জানে? এমনকি সর্বশেষ সাংবাদিকদের দেখে নিবে বলে হুমকি প্রদান করে।।
এ বিষয়ে অভিযুক্ত রুহুল আমিন’র কাছে জানতে চাইলে সাংবাদিকদের হুমকির ব্যাপারে তিনি অস্বীকার করে বলেন, আমি যে সরকারি গাছ কেটেছি তা কি তারা দেখছে। বরং আমি গাছের ব্যাপারে কিছু জানি না এবং সাংবাদিকদের হুমকিও দেইনি। একুশে মিডিয়া।”

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages