দোহার নবাবগঞ্জে বেড়েছে হিজড়াদের চাঁদাবাজি!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday 17 September 2018

দোহার নবাবগঞ্জে বেড়েছে হিজড়াদের চাঁদাবাজি!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, মোঃ জাকির হোসেন, দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি:
ঢাকার দোহার ও নবাবগঞ্জে হিজ ড়া দের চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ হয়ে পরেছে বলে সংবাদ পাওয়া যায়।।”।
এই দুই উপজেলার কোন এলাকায় শিশু জন্ম নিলে তিন থেকে পাঁচ হাজার টাকা হিজ ড়াদের দিতে হয় বলে অভিযোগ স্থানীয়দের।।”।
জানা যায়, সোমবার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের বালুর চক এলাকার মনির হোসেন এর স্ত্রী তাহমিনা আক্তার দেড় মাসের পুত্র সন্তান নিয়ে শ্বশুড় বাড়িতে পৌছলে চারজন হিজরা এসে তার কুল থেকে জোর করে ছিনিয়ে নেয় শিশুটি। পরে তার কাছে পাঁচ হজার টাকা দাবি করে। টাকা না দিলে শিশুটি তারা নিয়ে যাবে বলে সাব জানিয়ে দেয়। ভয়ে তাহমিনা একহাজার টাকা তাদের দিলে তারা আরও রেগে যায়।।”।
প্রতিবেশিদের কাছ থেকে দার করে আরও একহাজর টাকা দেয়, তবুও হিজ ড়া রা মানতে রাজি নয়, তাদের পাঁচ হাজার টাকা দিতে হবে। অবশেষে তাহমিনা তিন হাজার টাকা তাদের হাতে দিয়ে অনেক কান্নাকাটি করে তাদের কাছ থেকে শিশুটিকে ফিরিয়ে নেয়।।”।
মুকসুদপুর এলাকার সনিয়া আক্তার জানায়, হাসপাতালে কন্যা সন্তান জন্ম নেওয়ায় পর স্বামী তাদের ফেলে চলে যায়।কন্যা নিয়ে বাবার বাড়িতে আসলে চার জন হিজ ড়া উপস্থিত হয়ে তার কাছেও পাঁচ হাজার টাকা দাবি করে। তাদের দাবি কৃ ত টাকা না দিলে সন্তানটি তারা নিয়ে যাবে।।”।
দার দেনা করে তারের তিন হার টাকা দিলে শিশুটি তারা ফিরিয়ে দেয়। দুই উপজেলার ২২টি ইউনিয়নে এ রকম কয়েক হাজার চাঁদাবাজির ঘটনা ঘটেছে বলে জানায় স্থানীয় বাসিন্দারা। তাদের চাঁদাবাজির হাত থেকে রক্ষা পেতে চায় ভুক্তভোগিরা। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages