চট্টগ্রাম-১০ আসনে আ’লীগ-বিএনপি’র লড়াই হবে প্রার্থী নিয়ে বিপাকে দু'দলই-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday 23 September 2018

চট্টগ্রাম-১০ আসনে আ’লীগ-বিএনপি’র লড়াই হবে প্রার্থী নিয়ে বিপাকে দু'দলই-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:


  • একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম-১০ আসনে বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা প্রচারণায় মাঠে নেমেছেন। এ আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের রয়েছে দীর্ঘ তালিকা।।”।
  • অন্যদিকে, বিএনপির প্রার্থীও রয়েছে বেশ শক্তিশালী অবস্থানে। এছাড়াও, শরিক দলের পক্ষ থেকেও শোনা যাচ্ছে বেশ কয়েকজনের নাম।।”।
  • জানা গেছে, সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ এবং ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-১০ নম্বর সংসদীয় আসন। জেলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ এ আসনে ভোটার সংখ্যা চার লাখ ৫৭ হাজার ৯৬৯ জন।।”।
  • আগামী নির্বাচনে এ আসনে ক্ষমতাসীন দলের পক্ষে সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন বর্তমান সংসদ সদস্য আফসারুল আমিন, বিজেএমইএ’র প্রথম সহ-সভাপতি মঈনুদ্দিন আহমদ মিন্টু, সাবেক মেয়র এম মনজুর আলমসহ নয়জন।।”।
  • এ বিষয়ে ডা. আফসারুল আমিন এমপি আরটিভিকে বলেন, বিগত সময়ে অনেক উন্নয়ন হয়েছে। বদলে গেছে এলাকার রাস্তাঘাট। আমি মনে করি, আগামী নির্বাচনেও নেত্রী আমাকে মনোনয়ন দেবেন। আমার এলাকায় কোনও দলীয় কোন্দল নেই। সবাই আমাকেই চায়।।”।
  • বিজিএমইএ'র প্রথম সহসভাপতি মঈনুদ্দিন আহমদ মিন্টু আরটিভিকে বলেন, আমি নিয়মিত এলাকায় গণসংযোগ করছি। মানুষ আমাকেই পছন্দ করে। আশা করছি, নেত্রী আমাকে মনোনয়ন দিবেন। তবে দল যাকেই মনোনয়ন দিক, আমরা তার পক্ষেই কাজ করবো।।”।
  • আওয়ামী লীগের আরেক মনোনয়ন প্রত্যাশী ফরিদ মাহমুদও আশাবাদ ব্যক্ত করে বলেন, মনোনয়ন পেতে নিয়মিত গণসংযোগ করছি। মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। প্রধানমন্ত্রী যোগ্য প্রার্থীকেই মনোনীত করবেন।।”।
  • অন্যদিকে, বিএনপির প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। এছাড়াও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও এবার এ আসন থেকে মনোনয়ন চাইতে পারেন বলে গুঞ্জন রয়েছে।।”।
  • এ বিষয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপিতে কোনও দলীয় কোন্দল নেই। দল যাকেই মনোনয়ন দিক, আমরা তার পক্ষে কাজ করবো। তবে নির্বাচনের আগে আমাদের প্রধান দাবি, চেয়ারপারসনের মুক্তি।।”।
  • গুরুত্বপূর্ণ এ আসনটিতে ২০ দলীয় জোটের পক্ষ থেকে শাহজাহান চৌধুরী নির্বাচন করতে পারেন বলেও স্থানীয় মহলে আলোচনা রয়েছে। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages