খালেদা জিয়া, হার লাইফ হার স্টোরি’র মোড়ক উন্মোচন: মাহফুজ উল্লাহ।।একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday 18 November 2018

খালেদা জিয়া, হার লাইফ হার স্টোরি’র মোড়ক উন্মোচন: মাহফুজ উল্লাহ।।একুশে মিডিয়া


একুশে মিডিয়া, রিপোর্ট:
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবনীর ওপর লেখা ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টোরি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে এক অনুষ্ঠানে এ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। গ্রন্থটি লিখেছেন সাংবাদিক মাহফুজ উল্লাহ। গ্রন্থটি প্রকাশ করেছে দি ইউনিভার্সেল একাডেমি। বইটিতে সাংবাদিক মাহফুজ উল্লাহ ২০০৭ সালের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের শেষ সময় পর্যন্ত তুলে ধরেছেন।
প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক আসিফ নজরুল, অধ্যাপক লাইলা এন ইসলাম, ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত আনোয়ার হাসিম, অবসরপ্রাপ্ত জজ ও কলামিস্ট ইকতেদার আহমেদ, সাংবাদিক নুরুল কবির প্রমুখ।
১৯৮১ সালের ৩০ মে এক ব্যর্থ সামরিক অভুত্থানে জিয়াউর রহমান নিহত হন। এর প্রায় ৭ মাস পর দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আহ্বানে ১৯৮২ সালে ৩ জানুয়ারি বিএনপিতে যোগ দেন খালেদা জিয়া। রাজনীতিতে তার আগমন এবং ‘আপসহীন’ নেতৃত্ব, সামরিক এরশাদ সরকার বিরুদ্ধে টানা আট বছরের সংগ্রাম শেষে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার গল্পগুলো তুলে এনেছেন মাহফুজউল্লাহ।

বইটিতে খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দূরদর্শিতা ও সংগ্রামের রোমাঞ্চকর গল্প তুলে ধরা হয়েছে। এছাড়া, ২০০৭ সালের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়কালের কিছু কথাও বইটিতে উঠে এসেছে।
১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্ম নেওয়া খালেদা খানম পুতুল কীভাবে সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের স্ত্রী হলেন, স্বামীর মৃত্যুর পর গৃহবধূর দায়িত্ব ছেড়ে নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গুরুদায়িত্ব, এসবের বর্ণনা আছে বইটিতে।
ইংরেজিতে লেখা ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টোরি’ ৭৭১ পৃষ্ঠা এ গ্রন্থের মূল্য ধরা হয়েছে দুই হাজার টাকা।
সাংবাদিক মাহফুজউল্লাহ এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনীগ্রন্থ রচনা করেছেন। ওই বইটির নাম ‘প্রেসিডেন্ট জিয়া অব বাংলাদেশ: আ পলিটিক্যাল বায়োগ্রাফি’।
তার লেখা এ বইয়ে বিশেষ প্রাধান্য পেয়েছে ওই সময়ের ঘটনা ও ঘটনার আড়ালের গল্প। ১৯৯১-এর আগে রাজনৈতিক সংগ্রাম, আন্দোলন এবং ২০০৬ সাল পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদে খালেদা জিয়ার জেলজীবন বইটির বড় অংশজুড়ে রয়েছে। কারেন্টনিউজ সূত্র একুশে মিডিয়া রিপোর্ট।


একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages