এখন থেকে চীনে অন অ্যারাইভাল ভিসা উপভোগ করতে পারবেন বাংলাদেশিরা।একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 22 November 2018

এখন থেকে চীনে অন অ্যারাইভাল ভিসা উপভোগ করতে পারবেন বাংলাদেশিরা।একুশে মিডিয়া


একুশে মিডিয়া, রিপোর্ট:
এখন থেকে চীনে অন অ্যারাইভাল ভিসা উপভোগ করতে পারবেন বাংলাদেশিরা। ঢাকায় চীনা দূতাবাস আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
কোনও ব্যক্তির জরুরি মানবিক কারণ, ব্যবসা, সংস্কার কাজ, ভ্রমণ বা অন্যান্য জরুরি প্রয়োজন হলে এই পোর্ট এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে পারবেন।
কিছু শর্ত পূরণ সাপেক্ষে তাকে চীন ভ্রমণে এই ভিসা দেয়া হবে। এ ধরনের ভিসার মেয়াদ হবে ৩০ দিন।
এ ব্যাপারে ঢাকায় চীনা দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর চেন ওয়েই বলেছেন, বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকদের সুবিধার্থে পোর্ট এন্ট্রি ভিসা বা ভিসা অন অ্যারাইভাল চালু করা হয়েছে।
‘চীনের বর্হিগমন বা আগমন নিয়ন্ত্রণ আইনে নির্দিষ্ট কোনও দেশের ওপর পোর্ট এন্ট্রি ভিসা বা ভিসা অন অ্যারাইভালে বিধি-নিষেধ নেই। তবে এ ধরনের ভিসা পেতে কিছু শর্ত পূরণ করতে হবে। বাংলাদেশিরাও এই ভিসার সুযোগ পাবেন
তিনি বলেন, আইন অনুযায়ী কোনও ব্যক্তি জরুরি মানবিক কারণে, জরুরি ব্যবসায়ী বা রক্ষণাবেক্ষণ কাজের জন্য আমন্ত্রিত হলে অথবা অন্য কোনও জরুরি প্রয়োজনে এবং চীনভিত্তিক ট্রাভেল এজেন্সিগুলোর ব্যবস্থাপনায় পর্যটক হিসাবে আসতে চাইলে পোর্ট এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে পারবেন।
এ ধরনের ভিসা ইস্যুর জন্য স্টেট কাউন্সিল চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়কে দায়িত্ব দিয়েছে।
বেইজিং, গুয়াংজু, কুনমিংসহ চীনের ২৭টি বিমানবন্দরে পোর্ট এন্ট্রি ভিসা সুবিধা পাওয়া যাবে। আরটিভি অনলাইন সূত্র একুশে মিডিয়া রিপোর্ট।


একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages