মনোনয়নপত্রের চিঠি থেকে বাদ পড়েছেন যেসব এমপিরা!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday 25 November 2018

মনোনয়নপত্রের চিঠি থেকে বাদ পড়েছেন যেসব এমপিরা!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার-ঢাকা:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্রের চিঠি থেকে বাদ পড়েছেন এবং তাদের পরিবর্তে যাদের মনোনয়নপত্রের চিঠি দেওয়া হলো:
চট্টগ্রাম-৯ আসনে ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল স্থলাভিষিক্ত হয়েছেন জিয়াউদ্দিন আহমেদ বাবলুর আসনে।
০১।কিশোরগঞ্জ-২ আসনে নূর মোহাম্মদ পেয়েছেন মনোনয়ন। মোহাম্মদ সোহরাব উদ্দিন এ আসনের এমপি ছিলেন।
০২।ঢাকা-১৩ আসনে মনোনয়ন পেয়েছেন সাদেক খান। আগে ছিলেন জাহাঙ্গীর কবির নানক।
০৩।ফরিদপুর-৪ দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ টিকিট পেয়েছেন। বাদ পড়েছেন মুজিবুর রহমান চৌধুরী।
০৪। শরীয়তপুর-১ আসনে বিএম মু্জাম্মেল হকের জায়গায় টিকেট পেয়েছেন ইকবাল হোসেন অপু।
০৫।টাঙ্গাইল-৩ আতাউর রহমান খান সিট পেয়েছেন ছেলে আমানুর রহমান খান রানার আসনে।
০৬।নেত্রকোনা-৩ আসনে অসীম কুমার উকিল টিকেট পেয়েছেন ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর আসনে।
০৭।কক্সবাজার-৪ আসনে সিট পেয়েছেন শাহীন আক্তার চৌধুরী। তার স্বামী আব্দুর রহমান বদি এই আসনের এমপি ছিলেন।
০৮।মাগুরা-১ মনোনয়ন পেয়েছেন সাইফুজ্জামান শিখর। আগে ছিলেন এটিএম আব্দুল ওহাব।
০৯।শরীয়তপুর-২ আসনে কর্নেল (অব) শওকত আলীর জায়গা পেয়েছেন একেএম এনামুল হক শামীম
১০।মাদারীপুর-৩ আসনে ড আবদুস সোবহান গোলাপ আসন পেয়েছেন বাহাউদ্দিন নাছিম সিটটি।
১১।পাবনা-২ আসনে আহমেদ ফিরোজ কবির মনোনয়ন পেয়েছেন। আগে এমপি ছিলেন খন্দকার আজিজুল হক আরজু


একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages