দেশের প্রতিটি জেলায় যাবে ট্রেন, কমলাপুরে রেলপথ মন্ত্রী: মুজিবুল হক।একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday 7 December 2018

দেশের প্রতিটি জেলায় যাবে ট্রেন, কমলাপুরে রেলপথ মন্ত্রী: মুজিবুল হক।একুশে মিডিয়া


এম এ হাসান, কুমিল্লা:

রেলপথ মন্ত্রনালয়ের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী ও সেবা সপ্তাহ-২০১৮ আয়োজিত আলোচনা সভায় সরকারের রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। দেশের প্রতিটি জেলায় ট্রেন যাবে। বর্তমান সরকারের মেয়াদে ইতোমধ্যে ৬৮টি উন্নয়ন প্রকল্প সম্পন্ন করা হয়েছে।
মঙ্গলবার ঢাকায় কমলাপুর রেলওয়ে স্টেশনে ‘রেলপথ মন্ত্রণালয়ের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সেবা সপ্তাহ- ২০১৮’ উপলক্ষে রেলপথ মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।এসময় 
মুজিবুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলপথ মন্ত্রণালয় গঠন করেন। তার পরিকল্পনায় রেলে ব্যাপক উন্নয়ন করা হচ্ছে। ইলেকট্রিক ট্রেন চালুর পাশাপাশি দ্রুতগতির ট্রেন চালুর সমীক্ষা চলছে। পদ্মা সেতু রেল লিংক স্থাপন কাজ দ্রুত এগিয়ে চলছে। যমুনা নদীতে রেলব্রিজ নির্মাণ কাজ শুরু হচ্ছে। ‘সব জেলায় রেলপথ যাবে, জনগণ সেবা পাবে’ শ্লোগানে কাজ করছে সরকার।
রেলপথ সচিব মো. মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কাজী মো. রফিকুল আলম।
এর আগে মন্ত্রী এবং রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ট্রেনযাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 


একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages