নড়াইলে মাশরাফির নির্বাচনী খরচের টাকা ফিরিয়ে দিল মুলিয়া ইউনিয়নবাসী। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday 18 December 2018

নড়াইলে মাশরাফির নির্বাচনী খরচের টাকা ফিরিয়ে দিল মুলিয়া ইউনিয়নবাসী। একুশে মিডিয়া


উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এদিকে একাদশ নির্বাচন সামনে রেখে চলছে প্রচারণা।
এদিকে গতকাল সোমবার ১৭ ডিসেম্বর সন্ধ্যায় মাশরাফির নির্বাচনী প্রচারের টাকা তারা বাবা গোলাম মোর্তজা শ্বপনের কাছে ফেরত দেন নড়াইল সদরের মুলিয়া ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী। এর আগে রবিবার ১৬ ডিসেম্বর বিকালে স্থানীয় মুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক সভায় মাশরাফির নির্বাচনে কোনও ব্যয় না নেওয়ার সিদ্ধান্ত নেন এলাকাবাসী।
তাছাড়া নির্বাচনী অফিস পরিচালনা ব্যয়, পোস্টার লাগানো, বাড়ি বাড়ি প্রচার এমনকি এজেন্ট নিয়োগ থেকে শুরু করে সব ব্যয় বহন করবেন মুলিয়া ইউনিয়নবাসী।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী একুশে মিডিয়াকে বলেন, ‘মাশরাফি একজন সৎ দেশপ্রেমিক ছেলে। তার জন্য ভোট চাওয়া ভাগ্যের ব্যাপার। এখানে অর্থের লেনদেন করে আমরা কলুষিত হতে চাই না।
এ সময় মাশরাফির বাবা গোলাম মোর্তজা শ্বপন একুশে মিডিয়াকে বলেন, ‘আমরা প্রাথমিক একটা খরচ এখানে দিয়েছি।
কিন্তু মুলিয়া ইউনিয়নের লোকেরা তা ফেরত দিয়ে দিয়েছে। তারা নিজেরাই এলাকার সব নির্বাচনী ব্যয় বহন করতে চায়। বাবা হিসেবে ছেলের জন্য আমার গর্ব শুধু বাড়ছে। নির্বাচনী মাঠে না আসলে বুঝতে পারতাম না মানুষ মাশরাফিকে কতটা ভালোবাসে।
এদিকে নড়াইল-২ আসনের রূপগঞ্জের বাধাঘাট এলাকার ভোটার মৌসুমী একুশে মিডিয়াকে বলেন, ‘আমি অনেক বছর ভোট দিতে যাই না, তবে এবার ভোট দিতে যাব, শুধু মাশরাফির জন্য। আফসোস এখন পর্যন্ত নিজের চোখে মাশরাফিকে ভোটের মাঠে দেখলাম না। তবে দেখা পাই, আর না পাই, তাকেই ভোট দেব।’ এরপর কামাল প্রতাপ গ্রামের মাস্টার এসএম ফকরুল আলম বিপুল একুশে মিডিয়াকে বলেন, ‘আমি বিএনপির সমর্থক, তারপরও এবার মাশরাফির জন্য নৌকা মার্কায় ভোট দেব।’ তাছাড়া চাচড়া গ্রামের মিম বলেন, ‘আমি নতুন ভোটার। আমার প্রথম ভোটটি মাশরাফি ভাইকে ভোট দিতে পারব বলে নিজেকে ধন্য মনে করছি। তাকে টিভিতে দেখেছি, যদি সামনাসামনি দেখতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো।’ এ সময় নাগরিক সমাজের সুধীজন অধ্যাপক হাফিজুর রহমান বলেন, ‘মাশরাফি একটা ভালো ছেলে। তাকে আমরা ভোট দেব।
১৪ তারিখে তার খেলা শেষ হয়েছে, এখন তার নড়াইলে এসে ভোট চাওয়া উচিত।’ এদিকে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম অনিক বলেন, ‘মাশরাফি সম্ভবত ২০ তারিখে নড়াইলে আসতে পারেন। তবে বড় কোনো রাজনৈতিক মঞ্চে বক্তব্য দেবেন না তিনি।


একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages