কুমিল্লা চৌদ্দগ্রামে মুজিব সেনা ক্লাবের ২৬শে মার্চ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 27 March 2019

কুমিল্লা চৌদ্দগ্রামে মুজিব সেনা ক্লাবের ২৬শে মার্চ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। একুশে মিডিয়া



এম এ হাসান, কুমিল্লা:>>>
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় মহান আন্তর্জাতিক স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সরেজমিনে দেখা গেল চৌদ্দগ্রাম উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়নের চৌমুহনী বাজার মুজিব সেনা ক্লাব কর্তৃক মহান আন্তর্জাতিক স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে স্থানীয় চৌমুহনী বাজারে ২৬ই মার্চ রাত ৭ঘটিকায় আয়োজন করে  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।চৌমুহনী বাজার মুজিব সেনা ক্লাবের সভাপতি শামীম আশ্রাফ মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন মজুমদারের উপস্থাপনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আব্দুল মান্নান ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল, চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের সদস্য খোরশেদ আলম, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নুরুল আলম, ৪নং শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছামাদ মেম্বার, শ্রীপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আলী হায়দার, আবুল কালাম আজাদ টিপু, কাজী আলমগীর হোসেন, সেচ্ছাসেবক লীগের সভাপতি বিল্লাল হোসেন সহ স্থানীয় আওয়ামী সহযোগী সকল সংগঠন এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় সকল বক্তারা বক্তব্য প্রদান কালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও  সকল বীর মুক্তিযোদ্ধা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।আমন্ত্রিত অতিথি বৃন্দের আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলার জনপ্রিয় সংগীত শিল্পীদের মনোমুগ্ধকর দেশাত্মবোধক ও আধুনিক গানে মুখরিত স্হানীয় চৌমুহনী বাজার। 

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages