বেলকুচিতে স্কুলের নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 10 April 2019

বেলকুচিতে স্কুলের নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:>>> 
সিরাজগঞ্জের বেলকুচিতে ষোলশত জাংগালিয়া স্কুলের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলেছে অত্র বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বেলকুচি উপজেলা বড়ধূল ইউনিয়নের অবস্থিত ষোলশত জাংগালিয়া স্কুলের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে পাতানো পরীক্ষার্থী সাজিয়ে নিয়োগ দেওয়া হয়েছে বলে এমন অভিযোগ তুলেছেন উক্ত পরীক্ষায় আবেদনকৃতরা।
অভিযোগকারীরা বলেন, গত ২৭ মার্চ ২০১৯ তারিখে উক্ত পদে লিখিত পরীক্ষা থাকায় আমরা সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হই। বিশ্বস্ত সূত্রে জানতে পারি স্কুল ম্যনেজিং কমিটির সভাপতি বর্তমানে রড়ধূল ইউপি চেয়ারম্যান আছের উদ্দিন ও প্রধান শিক্ষক আনোয়ার হোসেন যুক্ত ভাবে যোগসাজসে অর্থ লেনদেন করে প্রশ্ন ফাঁসের মাধ্যমে সভাপতির আপন ভাইয়ের ছেলে শফিকুল ইসলাকে নিয়োগ দিতে কয়েক জনকে ডেমী প্রার্থী সাজিয়ে নামেমাত্র পরীক্ষা গ্রহনের মাধ্যমে অবৈধ ভাবে নিয়োগ পক্রিয়া করছে। আমরা এই অনিয়ম ও অর্থ লেনদেনের মাধ্যমে প্রশ্ন ফাঁসের তথাকথিত পরীক্ষা বন্ধকরে সুষ্ঠ পরীক্ষার মাধ্যমে নিয়োগের ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করছি।
অত্র স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, নিয়ম মাফিক পক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে।
 ম্যানেজিং কমিটির সভাপতি আছের উদ্দিন বলেন, নিয়োগ পক্রিয়ায় এ রকম হয়ে থাকে। আপনারাও জানেন আর সারাদেশ ব্যাপী এভাবেই হয়। আমরা সেই ভাবেই নিয়োগ দিয়েছি।
বিষয়টি সম্পর্কে মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা জানান, যে কয়েকজন পরিক্ষার্থী ছিল তাদের পরীক্ষা নেওয়ার মাধ্যমে যথাযথ ভাবে নিয়োগ দেওয়া হয়েছে।






একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages