"প্রকৃতি মোর শিক্ষক"। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday 2 June 2019

"প্রকৃতি মোর শিক্ষক"। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:
লেখক-জাহিরুল মিলন:

বৃক্ষ মোরে শিক্ষা দেয়
জীবনটা বিলিয়ে দিতে,
পক্ষী মোরে স্বপ্ন দেখায়
ডানা মেলে আকাশেতে উড়তে।

আকাশ আমায় উপদেশ দেয়
উদার হয়ে চলতে,
মেঘ আমাকে বলে ওঠে
দুঃখে বৃষ্টির ন্যায় কাঁদতে।

মীন আমারে শিক্ষা দিলো
সুখে সাঁতার কাটতে,
কাঁটা মোরে উপদেশ দেয়
সাবধানে পথে হাটতে।

অনল মোরে শিক্ষা দিল
অন্যায়ে বারুদের মত জ্বলতে,
গুরুজন আমায় উপদেশ দেয়
সদা সত্য কথা বলতে।

তুলা আমারে বলে ওঠে
করুনায় নরম হতে,
ফলন্ত গাছ বলে আমায়
শ্রদ্ধায় মাথা নোয়াতে।

রাস্তা মোরে শিক্ষা দেয়
সোজা পথে চলতে,
জোৎস্না মোরে দায়িত্ব দেয়
দুঃখীর ঘর আলোকিত করতে।

প্রদীপ আমায় শিক্ষা দেয়
অন্ধকার দুরে সরাতে,
জীবন মোরে শিক্ষা দিলো
ভাগ্য চাকা ঘোরাতে।

মৌমাছি মোরে জানিয়ে দিলো
কর্মে পরিশ্রমী হতে,
কৃষক মোরে যেতে বলে
খাদ্যের খোঁজে ক্ষেতে।

পিপীলিকা আমায় সাহস যোগায়
সংঘবদ্ধ হয়ে চলতে,
কোকিল আমায় বলে
মনের কথা উজাড় করে বলতে।

জ্ঞান পিপাসু এই আমি
চাই আরো জ্ঞান অর্জন করতে
প্রকৃতি মোর শিক্ষক
আমি চাই তাদের ছাত্র হতে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages