শৈলকুপায় আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত -১৫ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 27 August 2019

শৈলকুপায় আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত -১৫


রবিউল ইসলাম, ঝিনাইদহ:>>>
ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে। উপজেলার শাহবাড়িয়া গ্রামে এ সংঘর্ষে মহিলাসহ উভয়পক্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।
গুরুতর অবস্থায় দু’জনকে কুষ্টিয়া ও অন্যদের শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় পুলিশি তৎপরতা বৃদ্ধি করায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জানা যায়, গত ১৩ আগষ্ট শাহাবাড়িয়া গ্রামের সাবু খন্দকারের উপর হামলা করে প্রতিপক্ষ সামাজিক মাতব্বর সোরাপ আলীর সমর্থকরা। সেই থেকে গ্রামটিতে স্থানীয় আওয়ামীলীগের সামাজিক দলাদলি দু’গ্রুপের দ্বন্দ চরম আকার ধারন করে বিরোধ চলে আসছিল।
গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে সোরাপ আলীর সমর্থক মিলন হোসেন প্রতিপক্ষ রফিকুলের সমর্থক লিটনের নিকট পাওনা টাকা চাইতে গিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে হাতাহাতি হয়। পরে সামাজিকদ্বন্দ্বে উভয় গ্রুপ গ্রাম্য অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় আসমা, বিলকিস, সবুরা, লিটন, রফিকুল, ছবেদ আলী, সাইফুল, রবিউল, মিলন, মনজেল, মজিদ ও আব্দুর রহিমসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর অবস্থায় লিটন ও রফিকুল ইসলামকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এছাড়া শৈলকুপা হাসপাতাল ও অন্যান্যরা প্রাথমিক চিকিৎসাধীন রয়েছে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, নতুন সংঘর্ষ এড়াতে গ্রামটিতে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।
 
 
 
 
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages