ভালবাসি: নাজনীন চৌধুরী - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 31 August 2019

ভালবাসি: নাজনীন চৌধুরী


একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:>>>
লেখক: নাজনীন চৌধুরী
ভালোবাসি বলে
নিজের করে চাইনি কখনো
তোমায় বিহঙ্গের মতো অসীমে ডানা
মেলে স্বর্গীয় সুখে কালের খেয়ায় ভেসে যাও,
আকাশের বিশালতা জুড়ে নীলের বেদনায়
মাখামাখি তনুমন নিদ্রার চাদরে বিভোর ধুসর বিকেলের রাঙানো জীবনযাত্রায় তোমাকে চাইনি বিভাবরী আঁখি মেলি যতোকাল বাঁচি দুচোখের দৃষ্টিতে তোমাকেই দেখি, হৃদয়ে খোদাই করা অবয়ব নির্মল ভাস্বর রুপে মন ফিরে ফিরে তোমার স্পর্শে হয়ে উঠে রোমাঞ্চিত ভালবাসি তাই কি পুলক জাগে আমার শিরায় শিরায়----- 
মনের আঙিনায় ঢু- মারা অনিন্দ্যসুন্দর শুভময়ী যতোদিন বাঁচি তোমাকে চাই, কি যাদু মাখানো শাড়ির আঁচলে অষ্টাদশী প্রেম আহা!
নিজের সাথে নিজের খুনসুটি অবিরাম জীবন মুহূর্তে পরিপূর্ণ হ'য়ে উঠে তোমার কল্পনার ছোয়াঁয় সিক্ত হয় বুক -----------অনিঃশেষ বর্ষণধারায়
 
 
 
 
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages