বাঁশখালীতে বেগম রোকেয়া ‘স্বর্ণপদক বৃত্তিপ্রদান ও গুণীজন সংবর্ধনা’ অনুষ্ঠানে এম.পি মোস্তাফিজ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday 14 September 2019

বাঁশখালীতে বেগম রোকেয়া ‘স্বর্ণপদক বৃত্তিপ্রদান ও গুণীজন সংবর্ধনা’ অনুষ্ঠানে এম.পি মোস্তাফিজ


মোহাম্মদ ছৈয়দুল আলম:>>>
চট্টগ্রামের বাঁশখালীতে আল-আমিন সংঘের উদ্যোগে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন স্বর্ণপদক বৃত্তিপ্রদান অনুষ্ঠান উপজেলা সদরে অবস্থিত গ্রীণপার্ক কমিউনিটি সেন্টারের অনুষ্ঠিত হয়েছে ।  শনিবার ১৪ সেপ্টেম্বর বৃত্তিপ্রদান অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
আল-আমিন সংঘের সভাপতি জহির উদ্দিন মজুমদারের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলম, বাঁশখালী উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, বাঁশখালী পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরী, বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি আল-বশিরুল ইসলাম, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, এডভোকেট তোফাইল বিন হোসাইন, আওয়ামীলীগ নেতা জিল্লুল করিম, হামিদ উল্লাহ হামিদ, উপজেলা ওলামালীগের সভাপতি মু. আক্তার, মনছুর আলী।
ক্রিড়া সংগঠক নাছির উদ্দিন ও আশরাফ হোছাইন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের শুরুতে স্বগত বক্তব্য রাখেন জলদী আধুনিক হাসপাতাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এস.এম শোয়াইবুর রহমান।
অনুষ্ঠানে গুণীজন হিসেবে সংবর্ধিত হলেন পীরে কামেল আলহাজ্ব আবদুছ সালাম ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শাহিদা আক্তার জাহান। এ সময় চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের বাঁশখালী উপজেলাসহ ৫টি উপজেলার সাড়ে ৪শত কৃতি শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান এবং ১৫জন ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের স্বর্ণপদক প্রদান করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়েছে।এসময় উপস্থিত বক্তারা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন স্বর্ণপদক বৃত্তিপ্রদান অনুষ্ঠান ও তাদের কাজের ভূয়সী প্রশংসা করেন।






একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages