অভিমানী তুই: মারিয়া আজাদ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday 29 September 2019

অভিমানী তুই: মারিয়া আজাদ


একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:>>>
লেখক-মারিয়া আজাদ:
তোর এই নিরব চাপা স্বভাব,
আমায় কতো বার গোপনে হত্যা করে

তুই তা নিজেও জানিস না সুধাংশু।
আমিও সঠিক বলতে পারবো না।
তবে যখন দেখি শরীরটা ব্যথায় 
নীল হতে শুরু করেছে।
বুকের বাম পাশটায় কে যেনো 
খিমচে ধরে রাখে,বড্ড স্থিরতায়?
তখন বুঝতে পারি আমার ভেতরটাই
কার যেনো জান কবচ চলছে।
হৃদয়ের ছোট্ট শহরটায় চলে কালবৈশাখী তাণ্ডব!!



তুই বড্ড অভিমানী আমি জানি,
জেদিও অনেকটা।
তোর সে অভিমানী স্বভাবটা আমায়
অনেকটাই তৃপ্তি দেয়,
যখন বুঝতে পারি আমাকে নিয়ে 
কি ভীষণ স্বার্থপরতা কাজ করে তোর মধ্যে।

বরাবরই তুই কিছুই বলিস না মুখে।
শুধু সে সময় তোর ডাইরিটা খুঁজতে গিয়ে দেখি,
অজস্র না বলা অভিমানী অভিযোগ,
কবিতার বুক জুড়ে কতো যত্নে পুষে রাখিস!
অপ্রতিরোধ্য ওরা, তখন স্বগোত্রে 
আক্রমণ করে আমায়।
খুবলে খায় হৃদয়ের আজরপাঁজর। 
ওদের ঠেকাবার কৌশল আমার
আজও আয়ত্বে আসেনি রে সুধাংশু।
আমার কষ্ট হয়,প্রচণ্ড কষ্ট হয়।
বড়ই অসহ্য লাগে সে দহন।

তার চেয়ে? তার চেয়ে অনেক ভালো হতো,
যদি তুই আমার সাথে ঝগড়া করতিস
মারতিস,দু'বেলা খাবার বন্ধ করে দিতিস!
সত্যি বলছি ওদের অতটা বিষাক্ততা নেই,
যতটা তোর স্তব্ধতায় বিরাজ করে।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages