বাঁশখালীতে উদ্দীপন এনজিও’র উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday 1 October 2019

বাঁশখালীতে উদ্দীপন এনজিও’র উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বাঁশখালীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালীতে উপজেলা নির্বাহী অফিসার সহ  অতিথিবৃন্দ: ছবি: একুশে মিডিয়া
প্রতিবেদক-মোহাম্মদ ছৈয়দুল আলম:>>>
চট্টগ্রামের বাঁশখালীতে উদ্দীপন এনজিও সংস্থা’র উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে উপজেলার কালীপুর ইউনিয়নস্থ উদ্দীপনের আঞ্চলিক কার্যালয়ে হইতে বাঁশখালীর প্রধান সড়কের গুনাগরী পর্যন্ত র‌্যালীটি প্রদক্ষিণ করেন।
বাঁশখালীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে উদ্দীপনের উদ্যোগে প্রবীণদের নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখছেন, উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার
র‌্যালী শেষে উদ্দীপনের আঞ্চলিক কার্যালয়ে প্রবাণীদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উদ্দীপন বাঁশখালী অঞ্চলের আঞ্চলিক ব্যাপস্থাপক ফেরদৌস ওয়াহিদ কুয়াইশী’র সভাপতিত্বে এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ আব্দুর রাজ্জাক এর সঞ্চলনায় আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার অনিক রায়, বাঁশখালী ডিগ্রী কলেজের প্রফেসর মোঃ আব্দুল আহাদ, উদ্দীপন চট্টগ্রাম জোনের জোনাল ম্যানেজার মোর্তাজুল হক, এম.ই.এস মাহফুজুর রহমান। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় ছিলেন, প্রোগ্রাম অফিসার সৌমিত্র কুমার বাছাড়। এতে আরো উপস্থিত ছিলেন, মাস্টার বেলাল হোসেন ও কালীপুর ইউপি সদস্য জেয়াসমিন আক্তারসহ স্থানীয় প্রবীণ ও  গন্যমান্য ব্যক্তিবর্গ ।
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বাঁশখালীতে উদ্দীপন এনজিও সংস্থার উদ্যোগে আলোচনা সভায় উপস্থিত প্রবীনদের একাংশ। ছবি: একুশে মিডিয়া
সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার বলেন, প্রবীণদের মৌলিক অধিকার নিশ্চিত করণে কাজ করে যাচ্ছেন সরকার, প্রাবীণদের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ রয়েছে, এ উদ্যোগগুলো উদ্দীপন এনজিও সহ  বিভিন্ন সংস্থা’র মাধ্যামে প্রবীণদের কাছে পৌছে দেওয়ার কাজ করে যাচ্ছে সরকার।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages