পেকুয়ায় ইয়াবা উদ্ধার। এস কে হ্যাচারির মালিক সহ আটক ২ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 20 October 2019

পেকুয়ায় ইয়াবা উদ্ধার। এস কে হ্যাচারির মালিক সহ আটক ২



এইচ এম শহীদ পেকুয়া থেকে:>>>
কক্সবাজার পেকুয়া উপজেলার  শিলখালী ইউনিয়নে   পুলিশ অভিযান চালিয়ে ২০পিস ইয়াবাসহ দুইজনকে -  শনিবার (১৯অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়ন থেকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২০পিস ইয়াবা উদ্ধার করে।
আটককৃতরা হলেন ওই ইউনিয়নের মুন্সীমুরা গ্রামের মোস্তাক আহমদের ছেলে ফোরকান (৩২) ও মিয়াজান পাড়া গ্রামের মৃত,মৌলভী এমদাদুল হকের ছেলে জাহেদুল ইসলাম (৪৫)।
এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে দুইজনকে আসামি করে (২০অক্টোবর) পেকুয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা (১০/১৯)দায়ের করেন। পেকুয়া থানার এএসআই তৈয়বুর রহমান জানায়,গোপন সংবাদে পুলিশ শিলখালী মিয়াজান পাড়া এস,কে হ্যাচারীতে অভিযান চালায়।
এ সময় হ্যাচারীর মালিক জাহেদ ও মুন্সিমুরা গ্রামের ফোরকানকে আটক করি।
তাদের কাছে ২০পিস ইয়াবা উদ্ধার করা হয়। পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল আজম জানায়, এএসআই তৈয়বের নেতৃত্বে রাতে শিলখালী থেকে পুলিশ ইয়াবাসহ দুইজনকে আটক করে।
এ বিষয়ে থানার এসআই সুমন সরকার বাদি হয়ে মামলা রুজু করে। তাদের আদালতে পাঠানো হয়েছে।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages