সাঁথিয়ায় গৃহবধূর শরীরে ভাতের গরম পানি নিক্ষেপ আটক- ১ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 8 October 2019

সাঁথিয়ায় গৃহবধূর শরীরে ভাতের গরম পানি নিক্ষেপ আটক- ১


ইলিয়াস হুসাইন, পাবনা:>>>
পাবনার সাঁথিয়ায় ফজর আলী নামের এক পাষন্ড ভাতের গরম পানি দিয়ে ঝলসে দিয়েছে রওশনারা (৩৫) নামে এক গৃহবধূর মুখমন্ডলসহ শরীরের অনেকাংশ। রওশনারা উপজেলার পুন্ডরিয়া গ্রামের রফিকুলের স্ত্রী। ভাতের ফেন নিক্ষেপকারী পাষন্ড ওই গ্রামের খেজমত আলীর ছেলে।
ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৮টার দিকে। রওশনারার স্বামী রফিকুল জানায়, সোমবার রাত ৮টার দিকে রওশনারা ভাত রান্না করছিল। এ সময় পারিবারিক ঝগড়া লাগলে ফজর আমার স্ত্রী রওশনারার ভাত রান্না করা গরম ফেন দিয়ে ছুড়ে মারে তার শরীরে। এতে সাথে সাথেই তার মুখ মন্ডল ঝলসে যায়।
এ সময় তার চিৎকারে বাড়ির অন্যরা এগিয়ে এলে ফজর আলী পালিয়ে যায়। মঙ্গলবার সকালে তাকে প্রথমে সাঁথিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা গুরুতর হলে তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ড করেন কর্তব্য ডাক্তার। রফিকুল অত্যন্ত গরীব মানুষ হওয়ায় তাকে পাবনা না নিয়ে বেড়া হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে রফিকুল বাদী হয়ে সাঁথিয়া থানায় অভিযোগ দেন। পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ফজর আলীকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে অভিযোগ তদন্তকারী সাঁথিয়া থানার এস আই আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযোগ পাওয়ার পর পরই আসামীকে আটক করেছি। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages