![]() |
ইলিয়াস হুসাইন পাবনা:>>>
পাবনার ঈশ্বরদী উপজেলায় অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। তার মুখও বিকৃত হয়ে গেছে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি বলে জানায় পুলিশ।
আজ সোমবার (০৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী-পাবনা-ঢাকা মহাসড়কের পাশে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের জঙ্গল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, সকালে মহাসড়কের পাশে একটি মরদেহ দেখতে পান স্থানীয় পথচারীরা। পরে তারা থানায় খবর দেন। সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ঈশ্বরদী থানার এসআই দেওয়ান আলমগীর বলেন, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। মরদেহের হাত-পা ও বুকে রশি দিয়ে বাঁধা ছিল। তার মুখও বিকৃত হয়ে গেছে। নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment