ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে না আ‘লীগ: ওবায়দুল কাদের - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 13 October 2019

ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে না আ‘লীগ: ওবায়দুল কাদের


ডাঃ মোঃ হাফিজুর রহমান (পান্না), রাজশাহী
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে না, তবে ছাত্র রাজনীতির নামে কেউ অপকর্ম করলে তাদের শাস্তির আওতায় আনা হবে। রোববার দুপুরে রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ক্যাসিনো কা- ও সরকারের শুদ্ধি অভিযান প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এসব ঘটনার সাথে যারা জড়িত তারা সবাই আইন-শৃঙ্খলাবাহিনী নজরদারিতে রয়েছেন। যুবলীগ চেয়ারম্যানের ব্যাংক হিসাব তলব ও যুবলীগের প্রেসিডিয়াম সভায় যোগ দেন না দেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এখন পর্যন্ত যতটুকু করা হয়েছে, ততটুকুই থাকবে। যুবলীগ চেয়ারম্যান নজরদারিতে আছে কিনা তার পরে জানা যাবে।
সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের শরিক দলের নেতাদের নানা মন্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টি বিরোধী দলের আসনে আছেন। তারা গঠনমূলক আলোচনা করতে পারে। যা গনতন্ত্রের স্বাস্থ্যের জন্য খুবই ফলদায়ক। আর ১৪ দল মোহাম্মদ নাসিমের নেতৃত্বে ঠিক আগের অবস্থানেই আছে।
পরে ওবাদুল কাদের রাজশাহীর জেলা শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সভায় মোহাম্মদ নাসিমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন। এই সভা থেকেই রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হতে পারে।





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages