প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক পেলেন সুনামগঞ্জের: পেটি অফিসার সাইফুল হোসেন - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday 17 February 2020

প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক পেলেন সুনামগঞ্জের: পেটি অফিসার সাইফুল হোসেন


এনামুল কবির মুন্না:>>>
উন্নয়ন, সাহসী অপারেশন ও সেবামূলক কাজে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ কোস্ট গার্ডের পদক পেয়েছেন সুনামগঞ্জের সৈয়দ সাইফুল হোসেন-পেটি অফিসার।
তিনি সুনামগঞ্জ সদর উপজেলার গৌরাঙ্গ ইউনিয়নের লালপুর গ্রামের সৈয়দ নোয়াব মিয়া`র ৩ মেয়ে ও ৪ ছেলের মধ্যে বড় সন্তান।
গত (১৫ ফেব্রুয়ারি) শনিবার রাজধানীর আগারগাঁওস্থ কোস্ট গার্ড  সদর দফতরে বাহিনীটির রজতজয়ন্তীতে (২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী) এ পদক দেয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান উপস্থিতিতে বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক, এন ইউপি এনডিসি এ এফ ডব্লিউসি পিএসসি,  সৈয়দ সাইফুল হোসেন (পেটি অফিসার) কে প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক প্রদান করেন।
এসময়, বাংলাদেশ কোস্ট গার্ড পদক, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক, বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক ও প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) এই চারটি ক্যাটাগরিতে মনোনীতদের পদক প্রদান করা হয়।
প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক পেলেন,
সৈয়দ সাইফুল হোসেন, কমান্ডার এম আনিসুর রহমান, লে. এম মমতাজুল আসিফ, এম আনোয়ারুল ইসলাম, এম ওমর ফারুক, এম শামসুর রহমান, এম সাজিদুল ইসলাম, এম শাহ আলম, মো. বদরুদ্দোজা, মো. মঞ্জুরুল ইসলাম শিকদার। 
এছাড়াও, বাংলাদেশ কোস্ট গার্ড পদক পেলেন ১০ জন, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক পেলেন ১০ জন, বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক পেলেন ১০জন।






একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages