নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday 18 February 2020

নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে


একুশে মিডিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি:>>>
বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও গাইবান্ধা ০৩ (পলাশবাড়ী সাদুল্লাপুর) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি বলেছেন, আসন্ন উপনির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রয়াত এমপি ডাঃ ইউনুস আলী সরকারের সকল অসমাপ্ত কাজ সমাপ্ত করতে নৌকায় ভোট দিতে হবে।তার আদর্শ মেনে সকলকে চলতে হবে।
মঙ্গলবার ১৮ ফেব্রয়ারী দুপুরে পলাশবাড়ী উপজেলার চৌমাথা মোড়ে আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের দেয়া এক গনসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বিনির্মানের লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমি তা করতে চাই।
এর আগে ঢাকা থেকে পলাশবাড়ী আসার পথিমধ্যে তাকে বরন করে নিতে হাজারো নেতাকর্মী গোবিন্দগঞ্জ হ্যালি প্যাডে অবস্থান গ্রহণ করে। পরে বিশাল মোটরসাইকেল শোডাউন দিয়ে তাকে পলাশবাড়ীতে চৌমাথা মোড়ের গন সংবর্ধনা অনুষ্ঠানে নিয়ে আসা হয়।
এসময় সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বক্কর প্রধান,সহ সহসভাপতি এনামুল হক মকবুল,শহিদুল ইসলাম বাদশা,আলী রেজা মোস্তফা গোলাপ,সাধারন সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, যুগ্ম সাধারন সম্পাদক গোলাম সারোয়ার প্রধান বিপ্লব,আজাদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন, আওয়ামীলীগ নেতা নির্মল মিত্র, ফজলে রাব্বী,খোকন,রিপন,আতিকসহ আওয়ামীলীগ, যুবলীগ, তাতীলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবকলীগ,মৎস্যজীবি লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ছারাও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২৭ ডিসেম্বর এই আসনের সংসদ সদস্য ডাঃ ইউনুস আলী সরকার মৃত্যের আসনটি শুন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
পরবর্তী তফশিল অনুযায়ী আগামী ২১ মার্চ এই আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages