চৌদ্দগ্রামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গ্রাহকের মুখোমুখি পল্লী বিদ্যুৎ বোর্ড চেয়ারম্যান - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 4 March 2020

চৌদ্দগ্রামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গ্রাহকের মুখোমুখি পল্লী বিদ্যুৎ বোর্ড চেয়ারম্যান




এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লা চৌদ্দগ্রামে আমার গ্রাম আমার শহর রূপকল্প বাস্তবায়নে পল্লী বিদ্যুতের উঠান বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গ্রাহকের মুখোমুখি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড চেয়ারম্যান মেজর জেনারেল অবঃ মহিউদ্দিন।
দূর্নীতি হয়রানি অনিয়ম বিদ্যুৎ চুরি প্রতিরোধ সহ আমার গ্রাম আমার শহর রুপকল্প বাস্তবায়নের লক্ষে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-০২ এর চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার সাব জোনাল অফিসের আয়োজনে ৪ মার্চ বুধবার সন্ধায় উপজেলার কালিকাপুর ইউনিয়নের রাজারবাজার এলাকায় উঠান বৈঠকে মুখােমুখি হন চেয়ারম্যান।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-০২ এজিএম প্রকৌশলী আবু সুফিয়ান এর সার্বিক সঞ্চালনায় ও কালিকাপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার এর সভাপতিত্বে উক্ত উঠান বৈঠকে ভিডিও কনফারেন্স এর পূর্বে উপস্থিত থেকে গ্রাহকদের বিভিন্ন সমস্যার কথা শুনে খাতায় লিপিবদ্ধ করেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড কুমিল্লা জোন এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আতাউর রহমান চৌধুরী, সিনিয়র জেনারেলের ম্যানেজার মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী প্রকৌশলি আব্দুল হান্নান,চৌদ্দগ্রাম জোনাল অফিস এর ডিজিএম মনোয়ার আহমেদ সহ প্রমুখ।
এরপরই শুরু হয় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উম্মুক্ত গ্রাহকদের সমস্যার বিষয়ে আলোচনা। উঠান বৈঠকের সভাপতির অনুমতি ক্রমে একে একে গ্রাহকরা বিভিন্ন সমস্যার বিষয়ে বোর্ড চেয়ারম্যান এর নিকট অবগত করেন।প্রায় ২৩/২৫ টি সমস্যার বিষয় নোট করেন বোর্ড চেয়ারম্যান মেজর জেনারেল অবঃ মহিউদ্দিন।
এসময় সরাসরি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে গ্রাহকদের পক্ষে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কুমিল্লা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর ডেপুটি কমান্ডার বাবু নন্দন চৌধুরী, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক জাফর আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-০২ পরিচালক জহির উদ্দিন পিন্টু,  কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সর্দার, আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ মেম্বার, উজিরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মিঞা নিজাম উদ্দিন, কালিকাপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শরাফত আলী,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট কবির হোসেন খান,সহ আরো অনেকে।
সকল গ্রাহকদের বিভিন্ন সমস্যার বিষয়ে ইঙ্গিত প্রদান ও কালিকাপুর ইউনিয়নে একটি বিদ্যুৎ এর সাবষ্টেশন এর দাবি জানিয়ে উঠান বৈঠকের সভাপতি কালিকাপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার সরাসরি গ্রাহকদের সমস্যার বিষয়ে ধৈর্য সহকারে শুনার জন্য বোর্ড চেয়ারম্যান কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভাপতির সমাপনি বক্তব্য প্রদান শেষে বোর্ড চেয়ারম্যান মেজর জেনারেল অবঃ মহিউদ্দিন সর্বমোট ২৩ টি সমস্যার কথা বলে ৭ দিনের সময় দিয়ে মেজর জেনারেল জাহাঙ্গীর আলমকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজগুলি সমাপ্ত করার নির্দেশ প্রদান করেন।
এসময় তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অবগত হওয়া সমস্যার বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা বৃন্দের আচরণ জনিত ত্রীুটির বিষয়ে কড়া হুশিয়ারি প্রদান করেন।
পরিশেষে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবং স্বাধীনতার এই মাসে পল্লী বিদ্যুৎ সমিতির সকল কার্যক্রম এর পরিশুদ্ধি অভিযান করার বিষয়ে সকলকে অবগত করেন।
এবং তিনি উপস্থিত গ্রাহকদের আগামীকাল থেকেই প্রত্যােকের সমস্যার বিষয় নিয়ে অফিসে যাওয়ার কথা বলেন।উপস্থিত গ্রাহকদের স্বতঃস্ফূর্ত চেহারায় বোর্ড চেয়ারম্যান এর কথায় সন্তুষ্টির প্রতিচ্ছবি দেখা দিয়েছে... ।





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages