ঝিনাইদহে আগুনে পুড়ল ১০ বিঘা জমির পান। জ্ঞান হারালেন চাষি - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 11 March 2020

ঝিনাইদহে আগুনে পুড়ল ১০ বিঘা জমির পান। জ্ঞান হারালেন চাষি




রবিউল ইসলাম, ঝিনাইদহ:
আগুনে পুড়ল ১০ বিঘা জমির পান, জ্ঞান হারালেন চাষি চোখের সামনে পানের বরজে আগুন জ্বলছে। পুড়ে ছাই হয়ে যাচ্ছে খেটে খাওয়া চাষির স্বপ্ন। একদিকে চলছে আগুন নেভানোর চেষ্টা অন্যদিকে আহাজারি। এরই মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শালিখা গ্রামের মাঠের ১০ বিঘা জমির পানের বরজ। মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, শালিখা গ্রামের কৃষক ইমান আলীর আখক্ষেতে শুকনা পাতা পোড়ানোর কাজ করছিল শ্রমিকরা। এ সময় আখক্ষেতের আগুন ছড়িয়ে পানের বরজে লাগে। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে থাকা পানের বরজে। খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে। শহর থেকে দমকল বাহিনী পৌঁছানোর আগেই পুড়ে যায় ১০ বিঘা জমির পান। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন শালিখা গ্রামের খোকন আলী, ইমরান হোসেন, নয়ন হোসেন, শিব দত্ত, আজু হোসেন, ইমান আলী, রতন হোসেন ও বাকের আলী। আগুনে পানের বরজ পুড়ে তাদের ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শালিখা গ্রামের কৃষক খোকন আলী বলেন, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ১৬ শতক জমিতে পানের বরজ করেছি। এটাই আমার আয়-উপার্জনের একমাত্র পথ। গত বছরও আগুন লেগে আমার পানের বরজ পুড়ে যায়। এবারও আমার পানের বরজ পুড়ে যাওয়ায় ক্ষেতের পাশেই জ্ঞান হারিয়ে ফেলি।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শামছুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি। এর আগেই প্রায় ১০ বিঘা জমির পান পুড়ে যায়। বরজের পাশে আখক্ষেতের শুকনা পাতা পোড়ানোর সময় আগুনের।






একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages