ছাতকে করোনা আতষ্কের মাঝে সক্রিয় ভূমিদস্যুরা-৫০ হাজার টাকা জরিমানাসহ এক্সিভেটর জব্দ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 25 March 2020

ছাতকে করোনা আতষ্কের মাঝে সক্রিয় ভূমিদস্যুরা-৫০ হাজার টাকা জরিমানাসহ এক্সিভেটর জব্দ


একুশে মিডিয়া, সুনামগঞ্জ প্রতিনিধি:
করোনা ভাইরাস বিষয়ে সাধারন মানুষের নিরাপত্তার কাজে ব্যস্ত প্রশাসন ও পুলিশ। তখনি এই করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ীরা ব্যস্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে দামবৃদ্ধি করে অধিক মোনাফা হাসিলে।
অন্যদিকে ভূমিদস্যুরাও সুক্রিয় হয়ে উঠেছে। সুনামগঞ্জের ছাতক উপজেলার রহমতপুর ও মুক্তিরগাঁও এলাকায় নদী সংলগ্ন কৃষিজমি থেকে আইন অমান্য করে অবৈধভাবে কৃষিজমি খনন করে মাটি বিক্রি করা হচ্ছে। খবর পেয়ে ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রিট তাপস শীল ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় মাটি কাটার একটি এক্সিভেটর মেশিন জব্দ করা হয়।
এর আগে গতকাল মঙ্গলবার একই অপরাধে একজনকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার কালারুকা ইউনিয়নের মাদবপুর গ্রামের মৃৃত. আব্দুল বারীর ছেলে জামাল উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় ছাতক থানার এস আই মো. ইয়াছিন মোনসি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রিট তাপস শীল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages