মায়ের ভালোবাসার মূল্য আজ নেই - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 10 May 2020

মায়ের ভালোবাসার মূল্য আজ নেই

আল আমিন মুন্সী:

মা শব্দ শুনলে মন শান্তি হয়ে যায়। সন্তান জন্ম দেওয়ার আগে ১০ মাস ১০দিন পেটে ধারন করে মা,  পেটে থাকার অবস্থায় অনেক কষ্ট করে মা। সন্তান এর জন্য, দুনিয়াতে আশার পরও গোসল খাওয়া সব কিছু বাদ দিয়ে সব সময়।  চিন্তা করে সন্তানকে নিয়ে মা,  আদরের সন্তান কান্না করলে, মা খাবার খেতে বসেও উঠে যায়।
সন্তানকে ঠান্ডা করার জন্য, আদরের সন্তান ছোট থাকার অবস্থায় যখন পায় খায় না  প্রস্রাব বিছানায় করে। মা তা পরিস্কার করে সেই ভিজা জায়গায়। মা শুয়ে। কলিজার টুকরো সন্তান কে শুকনো জায়গায়,  ঘুম পারায়।  আর সেই সন্তান বড় হয়ে মাকে ভুলে যায়।
বাসা থেকে, মা কে বের করে দেয়। রাস্তায় রেল স্টেশনে ফেলে আসে  জন্ম দেওয়া। মা কে, বর্তমানে মায়ের ভালোবাসা ছবি আর ফেসবুকে রয়েছে, দিবস আসলে ফেসবুকে ছবি আপলোড দিয়ে মা কে শরন করি, মা কে আমরা অনেক ভালোবাসি, তাহলে সেই  মায়ের জায়গায়  বৃদ্ধাশ্রমে হয় কেনো? ফেসবুকে মাকে না ভালোবেসে।
আসুন সকলে মিলে  মায়ের পাশে বসে মাকে ভালোবাসি  এবং মাকে সাথে নিয়ে সারাজীবন এক সাথে থাকি, মনে রাখবেন এই মা আপনাকে আমাকে বড় করার জন্য, কতোনা কষ্ট করেছে।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages