বাঁশখালীতে করোনা ভাইরাস উপসর্গে আরও ১ জনের মৃত্যু - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 17 May 2020

বাঁশখালীতে করোনা ভাইরাস উপসর্গে আরও ১ জনের মৃত্যু

সৈকত আচার্য্য, বিশেষ প্রতিবেদক:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আকতার হোসেন (৪২) নামে আরো ১ জনের মৃত্যু ঘটেছে। সোমবার (১৮ মে) সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
করোনা ভাইরাস উপসর্গে মৃত আক্তার হোসেন বাঁশখালী পৌরসদরস্থ ৫নং ওয়ার্ডের খন্দকার পাড়ার মৃত আজিম উল্লাহর পুত্র। সে চট্টগ্রাম শহরে একটি বেসরকারী কোম্পানীতে চাকুরী করতো বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আক্তার হোসেন গত ৫ দিন ধরে জ্বর ও বুক ব্যাথায় ভুগছিলেন। পরবর্তীতে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সোমবার সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের বিআইটিআইডি’তে পাঠানো হয়েছে। স্বাস্থ্য বিধি ও সকল নিয়মকানুন মেনে তার লাশ দাফন করা হচ্ছে বলে জানা গেছে।
উল্লেখ্য, বাঁশখালীতে এই নিয়ে করোনা ভাইরাস উপসর্গে ২ জনের মৃত্যু ঘটেছে। এ পর্যন্ত করোনা সনাক্ত হয়েছে ১৭ জনের। সুস্থ হয়েছেন ৩ জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ১৪ জন।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages